×

মেলা

আগুন

বুলবুল চাচা ছিলেন আমার কাছে হিরো

Icon

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বুলবুল চাচা ছিলেন আমার কাছে হিরো

ইমতিয়াজ বুলবুলকে একদম ছোটবেলা থেকেই আমি চিনি। আব্বার সঙ্গে পরিচয় ছিল, আমি তাকে ‘বুলবুল চাচা’ বলে ডাকতাম। সংগীত পরিচালক হিসেবে তাকে চিনি না, একজন গিটারিস্ট হিসেবেই চিনি। বুলবুল চাচাই ছোটবেলা আমাকে বলত, বিটলস শুনেছিস নাকি অথবা ওই গানটা শুনেছিস নাকি? কিংবা এবিসিডি কীভাবে সুন্দর করে উচ্চারণ করতে হয়। এই ব্যাপারগুলোতে বুলবুল চাচা ছিলেন হিরো, আমার কাছেও তিনি হিরো। তার সঙ্গে আমি প্রচুর কাজ করেছি। তার গানে সালমান শাহ, ডিপজল, দিলদার, আফজাল শরীফ; সবার কাজ হয়েছে। বিভিন্ন রকমের গানে কাজ করেছি তার সঙ্গে। অদ্ভুত অদ্ভুত ধরনের কাজ করেছি। বুলবুল চাচার সঙ্গে জমতও আমার দারুণ।

তিনি শিক্ষিত ছিলেন তো, তাই কথা বললে মগ্ন হয়ে যেতাম একদম। তার সঙ্গে প্রথম যেদিন কাজ করি, তখন একদিন তিনি আমাকে ডাকলেন সিম্ফোনি স্টুডিওতে। কাজ করার পর বলল, ‘এই নে তোর ইনক্রিমেন্ট করে দিলাম। তোকে দেড় হাজার টাকা দিতাম, আজ থেকে তোর দুই হাজার টাকা। তুই কি দেড় হাজার টাকার শিল্পী নাকি ব্যাটা, আজ থেকে তুই দুই হাজার টাকার শিল্পী’। বুলবুল চাচার সঙ্গে আমার সফট মেলোডিয়াস সুইট গানের কাজ কম হয়েছে। যেগুলো হয়েছে সেগুলো একদম রকিং কিছু হয়েছে। খুব ছোটবেলায় আমরা যখন মোহাম্মদপুরের বাসায় থাকি তখন তিনি মাঝে মাঝে আসতেন।

বুলবুল চাচা গিটার বাজাতেন আর প্রয়াত পরিচালক আমির হোসেন বাবু তিনি গামবুট পরে নাচতেন। সুপার! আব্বার সেই ফেলে আসা ড্রয়িং রুম, তাদের আড্ডাগুলো আমার চোখে ভাসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

ঢাকা দক্ষিণ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা দক্ষিণ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামী

মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামী

গণভোটে ঐকমত্য না হলে সরকারই নেবে চূড়ান্ত সিদ্ধান্ত: আসিফ নজরুল

গণভোটে ঐকমত্য না হলে সরকারই নেবে চূড়ান্ত সিদ্ধান্ত: আসিফ নজরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App