ডিজাইনার কমেন্ট

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
শাহাদাৎ চৌধুরী বাবু
প্রধান ডিজাইনার ও চেয়ারম্যান,
জেন্টল পার্ক
শীতে নিজেকে পরিপাটি রাখার জন্য চাই পছন্দের সমকালীন ধারার শীত পোশাক। আনুষ্ঠানিক পোশাক কর্মক্ষেত্র নির্ভর হলেও এটি এখন দৈনন্দিন পোশাকে রূপ নিয়েছে। দিন বা রাত যখনই হোক আনুষ্ঠানিক বা ক্যাজুয়াল শীত পোশাকই ফুটিয়ে তুলবে আপনার ব্যক্তিত্ব। আর স্ট্রিট ফ্যাশন দ্যুতি ছড়াবে আপনার রুচি ও ব্যক্তিত্বের। এখনকার সময়ে ডিজাইন বৈচিত্র্যতার ‘লেয়ারিং ক্লোথিং’ অর্থাৎ অন্য পোশাকের ওপর পরার মত সোয়েটার, জ্যাকেট, শ্রাগ, পঞ্চ ইত্যাদি ডিজাইনের শীত পোশাক থাকছে জেন্টল পার্কে। জিপ বা বোতাম দেওয়া জ্যাকেট, কোনটিই ফ্যাশনে পিছিয়ে নেই। এ ছাড়া ছোট, মাঝারি ও কিছুটা লম্বা তিন ধরনের জ্যাকেটই এখন চলছে পুরোদমে। লম্বা টিশার্ট বা টপের সঙ্গে কিছুটা ছোট আকারের ডেনিমের জ্যাকেট ছেলে ও মেয়ে উভয়ের মধ্যেই পেয়েছে দারুণ জনপ্রিয়তা। পশ্চিমা ট্রেন্ড অনুসরণ করে তারুণ্য নির্ভর ডিজাইন করা হচ্ছে এসবের। তবে কাপড়টা এ দেশের আবহাওয়া উপযোগী। কাপড় ভিন্নতায় ব্যবহার করা হচ্ছে উল বা ফ্লিস এর পাশাপাশি নিটের সুতি ও অ্যাক্রিলিক মিশ্রণে তৈরি হয়েছে শীত পোশাক। তরুণ তরুণী উভয়ের জন্য আছে জ্যাকেট, থাকছে রাউন্ডনেক, টার্টলনেক সোয়েটারও । তরুণীদের জন্য আনা হয়েছে ক্যাজুয়াল ঘরনার নানা রকম পঞ্চ আর শ্রাগও। ডেনিম কালেকশনে প্রাধান্য পাচ্ছে ফিটিংস ও আরাম”