×

গ্যালারি

বাংলাদেশি কারিগরের হাতে গড়া কনস্টাস

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশি কারিগরের হাতে গড়া কনস্টাস
   

ভারতের বিপক্ষে মেলবোর্ন টেস্টে দুর্দান্ত এক উদীয়মান তারকাকে দেখেছে ক্রিকেটবিশ্ব। যিনি নিজের অভিষেকেই তাক লাগিয়ে দিয়েছেন ক্রিকেটবিশ্বকে। অস্ট্রেলিয়ার হয়ে ১৯ বছর বয়সে অভিষিক্ত স্যাম কনস্টাস নিজের অভিষেক ম্যাচেই ৬৫ বলে ৬০ রানের ইনিংস খেলেছেন। এছাড়া আলোচনায় এসেছেন বিরাট কোহলির সঙ্গে ধাক্কা খাওয়ার পর। এছাড়া কনস্টাসের দুর্দান্ত রিভার্স স্কুইপ চমকে দিয়েছে অনেককে। আন্তর্জাতিক অভিষেকে কনস্টাসের খেলা প্রথম ১৮টি বলই ছিল যশপ্রীত বুমরার। পেয়েছেন মাত্র ২ রান। কিন্তু ইনিংসটি শেষ হয়েছে ৬৫ বলে ৬০ রানে আউট হয়ে। যেখানে আছে বুমরাকে র‌্যাম্প ও স্কুপে মারা চার-ছক্কা, যেখানে আছে তার এক ওভার থেকে ১৮ রান তুলে নেয়ার ‘মাস্তানি’। টেস্টে বুমরার একটি ওভার থেকে কেউ কখনোই এত রান নিতে পারেনি। ২০২১ সালের জানুয়ারি থেকে কনস্টাসের আগ পর্যন্ত কেউ তাকে ছক্কাও মারতে পারেনি। সব মিলিয়ে বুমরার ৩৩ বলে কনস্টাস তুলেছেন ৩৪। কনস্টাসকে নিয়ে অস্ট্রেলিয়ার সাবেক পেসার ও কোচ লসনের একটি কলাম ‘সিডনি মর্নিং হেরাল্ড’-এ প্রকাশিত হয়। লসন সেখানে লিখেছেন, ‘কিছু প্রতিভা নিজেরাই নিজেদের পথ বের করে নেয়। তাদের শীর্ষে উঠে আসার জন্য অন্তর্দৃষ্টিপূর্ণ নির্বাচন-প্রক্রিয়ার প্রয়োজন হয় না।’ লসন এ প্রসঙ্গে টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান চার্লস ব্যানারম্যান ও কনস্টাসকে একই চোখে দেখেছেন। ব্যাটিং দুই ধাঁচের হলেও তারা দুজনেই বিশেষজ্ঞ ওপেনার। লসন এ ঘটনা বলার আগেই উল্লেখ করেছেন, মৌসুমের শুরুতে শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন কনস্টাস। কনস্টাসকে গড়ে তোলায় কৃতিত্ব রয়েছে বাংলাদেশের তাহমিদ ইসলাম। তাহমিদ ২০১৭ বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব দলে ছিলেন।

তবে সে বছর কোনো ম্যাচ খেলেননি। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে নিজের ক্রিকেট ক্যারিয়ার ছাড়িয়ে কোচিং পরিচয় নিয়ে বেশ আলোচনা তুলেছেন তিনি। তাহমিদ ও কনস্টাস দুজনেই থাকেন সিডনিতে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের এ শহরের ক্র্যানব্রুক স্কুলে কনস্টাসকে নিয়ে কাজ শুরু করেন তাহমিদ। শুরুতেই কাঁপিয়ে দেয়া কনস্টাস বাংলাদেশি কোচের টোটকায় ভবিষ্যতে কতদূর যেতে পারেন, সেটা সময়ের হাতেই তোলা থাকল। বর্তমানে তাহমিদ ইসলাম কোচিং করাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। সবশেষ যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটেও করেছেন তিনি। সেখানে কাজ করেছেন সানফ্রানসিসকো ইউনিকর্ন দলের সঙ্গে।

-রিয়াজ উল্লাহ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App