বিপিএলে নতুন রূপে তাসকিন

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

বিপিএলের এগারোতম আসরে রাজশাহীর হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন তাসকিন আহমেদ। এখন পর্যন্ত এবারের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। মিরপুরে তিন ম্যাচে ১২ উইকেট তুলে নেয়ার পাশাপাশি এক ম্যাচে রেকর্ড ৭ উইকেট তুলে নিয়েছেন তিনি।
বিপিএলের প্রথম পর্বের রানের বন্যার মাঝে একমাত্র ব্যাতিক্রম তাসকিন। সর্বোচ্চ উইকেট নেয়ার পাশাপাশি বল করেছেন মাত্র ৬ রান ওভারপ্রতি খরচে। ৩ ম্যাচে মাত্র ৬ গড়ে ১২ উইকেট নিয়েছেন তিনি। মোট ১২ ওভার বল করে রান দিয়েছেন মাত্র ৭২। এর আগেও জাতীয় দলের দুর্দান্ত সময় কাটিয়েছেন তিনি। উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও আলো কেড়েছেন তিনি। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রেকর্ড বুকে জায়গা করে নেয়ার ম্যাচে দুর্বার রাজশাহীর পেসার তাসকিন নতুন বলে উইকেট নিয়ে শুরু করেন।
তুলে নেন ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিমকে। শেষ ওভারেও নেন ৩ উইকেট। সব মিলিয়ে ৩ স্পেলে ৪ ওভার হাত ঘুরিয়ে জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন ১৯ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। সাদা বলের ক্রিকেটে অর্থাৎ জাতীয় দলের হয়ে ওয়ানডে ও প্রথম শ্রেণির ক্রিকেট মিলিয়ে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে অর্থাৎ আন্তর্জাতিক ও ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি মিলিয়ে যা তার ক্যারিয়ার সেরা বোলিং। তাসকিন এর আগে ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের হয়ে ইনিংসে ২৮ রানে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা বোলিং ২৮ রানে ৫ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার সেরা বোলিং ফিগার ১৬ রানে ৪ উইকেট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগে সেরা বোলিং ফিগার ছিল ৩১ রানে ৫ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিংয়ে বিশ্ব রেকর্ডও গড়েছেন ডানহাতি এই পেসার। আন্তর্জাতিক ও যে কোনো ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নেয়ার কীর্তি গড়েন তিনি। তাসকিনের আগে যারা ৭ উইকেট নিয়েছেন তারাও অবশ্য পরিচিত কোনো নাম নয়। এর আগে চীনের বিপক্ষে সিঙ্গাপুরের সাজরুল ইদ্রুস ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন। লিচেস্টারের হয়ে ডাচ ক্রিকেটার কলিন আকারম্যান ১৮ রান দিয়ে নিয়েছিলেন ৭ উইকেট। এবার ১৯ রান দিয়ে ৭ উইকেট নিলেন বাংলাদেশের তাসকিন আহমেদ। টি-টোয়েন্টিতে ফরম্যাটে ৬ উইকেট নেয়ার কীর্তি অবশ্য বহুজনেরই আছে।
-অয়ন বল্লভ