×

গ্যালারি

আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের যত রেকর্ড

Icon

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

   

বলে-কয়ে যে কোনো বোলারকে কড়া শাসন করার জেদ বাংলাদেশের যে ব্যাটার ২২ গজে করে দেখিয়েছেন, তিনি হলেন তামিম ইকবাল।

মুখের জবাবের সঙ্গে ব্যাট হাতে দোর্দণ্ড প্রতাপ দেখানো তামিম দেশের জার্সিতে পেয়েছেন অনেক অর্জন। ২০০৭ সালে শুরু, ২০২৩-এ এসে শেষ। এরপর জাতীয় দলের জার্সিতে আর দেখা মেলেনি। সুযোগ ছিল আবারও মাঠে নামার। কিন্তু সবকিছুকে উপেক্ষা করে আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায়কে শেষ করে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম ব্যাটার ।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সফল ব্যাটার তিনি। তামিম ইকবালের বিদায়ে তাই শেষ হয়ে গেল বাংলাদেশ ক্রিকেটের ঝলমলে এক অধ্যায়। তামিম রেকর্ড বইয়ে ছাপ রেখেছেন ভালোভাবেই। অনেকগুলো রেকর্ড নিয়েই বিদায় নিলেন এই ওপেনার।

গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম। তার ফেসবুক স্ট্যাটাসটি এখানে ধরা হলো-

‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। এটা অবশ্য আগেও চাইনি। চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি।

কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তার পরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি। এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনো উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি।

২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল, যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তারপরও আমি যেখানেই গিয়েছি, ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়।

ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, ‘তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।’

ওয়ানডেতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৮৭টি ওয়ানডে খেলে ২৮৫৩ রান তামিমের। এই রেকর্ডে পরে দুটি নামও বাংলাদেশের মুশফিক (২৬৮৪) ও সাকিব (২৬৫৬)।

টেস্ট (৪১) ও ওয়ানডেতে (৭০) বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংস তামিমের। ওয়ানডেতে বাংলাদেশের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান। ২০০৮ সালে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির দিন তামিমের বয়স ছিল ১৯ বছর ২ দিন। টানা তিন টেস্টে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটার তামিম। ২০১৪-১৫ মৌসুমে জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে।

তিন সংস্করণেই সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটার তিনি।

টেস্টে টানা সর্বোচ্চ ৫ ইনিংসে ৫০ ছোঁয়া বাংলাদেশের একমাত্র ব্যাটার, ২০১০ সালে। ওয়ানডেতে টানা সর্বোচ্চ ৫ ইনিংসে ৫০ ছোঁয়া বাংলাদেশের প্রথম ব্যাটার তামিম। এই রেকর্ডে পরে ভাগ বসিয়েছেন সাকিব।

আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করা বাংলাদেশের প্রথম ব্যাটার তামিম। পরে তামিমের সঙ্গে যোগ হন মুশফিক। এরপর তাকে ছাড়িয়েও যান। তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে রান ১৫ হাজার ২৪৯। মুশফিকের রান ১৫ হাজার ৩০০।

ওয়ানডে ক্রিকেটে একমাত্র বাংলাদেশি হিসেবে ৮ হাজার রান পেরিয়েছেন তামিম। ২৪৩ ওয়ানডেতে তার রান ৮ হাজার ৩৫৭।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১০৩* রানের ইনিংস। এই ফরম্যাটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে একমাত্র সেঞ্চুরিটি তিনিই পেয়েছেন।

বাংলাদেশিদের মধ্যে তিন ফরম্যাটে সর্বোচ্চ ২৫টি সেঞ্চুরি তামিমের।

বাংলাদেশিদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ১১৯ ফিফটিও তার। সবচেয়ে বেশি ৩৬ ইনিংসে ডাক মেরেছেন তিনিই। বাংলাদেশিদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি ১৪ সেঞ্চুরির মালিক তামিম। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড তামিমের। ২০০৮ সালে আয়ারল্যন্ডের বিপক্ষে ১২৯ রানের ইনিংস খেলার দিন তার বয়স ছিল ১৯ বছর ২ দিন। ওয়ানডেতে টানা পাঁচ ইনিংসে ফিফটি করা বাংলাদেশের একমাত্র ব্যাটার তামিম। টেস্টে টানা পাঁচ ইনিংসে ফিফটি করা বাংলাদেশের একমাত্র ব্যাটার তামিম।

- তাইসির আদীব নূর

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App