×

শেষের পাতা

বদিউল আলম মজুমদার

রাজনৈতিক অঙ্গন পরিচ্ছন্ন করতে হবে

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

   

এম ফিরোজ মিয়া, কুমিল্লা থেকে : জুলাই আন্দোলনে হত্যাকারীরা যেন রাজনীতিতে ভূমিকা নিতে না পারে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে সুপারিশ করার কথা বলেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, জুলাই গণআন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের কথা মাথায় রেখেই একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের জন্য সুপারিশ করেছি। স্বৈরাচার ও ফ্যাসিস্ট যেন ফিরে এসে সংসদে আসন নিতে না পারে তার জন্য রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। গতকাল শনিবার দুপুরে কুমিল্লা বার্ডে ময়নামতি মিলনায়তনে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ আয়োজিত ‘এ এইচ কে স্যাটেলাইট সিটি বিষয়ে কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন’ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি।

রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করার আহ্বান জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, যারা মানুষ খুন করেছে, বিচারবহির্ভূত হত্যা করেছে, বিভিন্নভাবে নিপীড়ন-নির্যাতন করেছে, মানবতাবিরোধী অপরাধ করেছে, তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্ভুক্ত না হতে পারে। রাজনীতিতে তারা যেন কোনো ভূমিকা রাখতে না পারে।

নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে ১৫০টির মতো সংস্কার সুপারিশ করা হয়েছে জানিয়ে নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, গত তিনটি নির্বাচনে যে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, তার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ারও সুপারিশ করেছি। এছাড়া একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনতে আলাদা একটি কর্তৃপক্ষ গঠনেরও সুপারিশ করা হয়েছে।

রাজনৈতিক দলগুলো পরিচ্ছন্ন না হলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলোকেও পরিচ্ছন্ন করার প্রস্তাব করেছি আমরা। রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক না হয়, স্বচ্ছ না হয়, জনকল্যাণমুখী না হয়, মানুষের কল্যাণে কাজ না করে, তাহলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। না ভোটের বিধান যেন চালু করা হয়, আমরা সেই সুপারিশও করেছি।

সেমিনারের কার্যপত্র উপস্থাপন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। বার্ডের অতিরিক্ত মহাপরিচালক আবদুল করিমের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম এম শরীফুল করীম, কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া, জাতীয় সমবায় ইউনিয়নের সহসভাপতি কাজী নাজমুস সাদাত প্রমুখ। তারা আধুনিক কুমিল্লা সিটি করপোরেশন এবং জেলার সামগ্রিক উন্নয়ন নিয়ে প্রয়োজনীয়তা, পরিকল্পনা ও বাস্তবায়ন প্রসঙ্গে আলোচনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App