
প্রিন্ট: ০১ মে ২০২৫, ১০:২৭ এএম
আরো পড়ুন

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

জলের ওমে ফুটে শিশিরের ফুল
পাপড়ির সোহাগে থাকে সুদীপ্ত সুরভির দীপ্তি
পৃথিবীর প্রশান্ত আঙিনায় সজীবতার ঝিলিকে
পাতার সোহাগে জেগে ওঠে বৃক্ষের ছায়ামুখ
সূর্যের সাতরঙ কুড়িয়ে প্রজাপতি যেন
পাখির পালকের মতো মেলে ধরে ডানা
রাজহংসীর পায়ের মলে বাজে প্রীতির রাগ
নৃত্যের কোলাহলে মেতে ওঠে ফড়িং
হেমন্তের ওইসব দিনে হৃদয়ের গহিন গভীরে
নক্ষত্রের ছায়ায় বাড়ে পূর্ণিমাস্নাত চাঁদের আয়ু
যেখানে মানুষ নতুন প্রভাতের স্বপ্ন আঁকে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
মুহাম্মদ রফিক ইসলাম
আকাক্সক্ষার হেমন্ত

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

জলের ওমে ফুটে শিশিরের ফুল
পাপড়ির সোহাগে থাকে সুদীপ্ত সুরভির দীপ্তি
পৃথিবীর প্রশান্ত আঙিনায় সজীবতার ঝিলিকে
পাতার সোহাগে জেগে ওঠে বৃক্ষের ছায়ামুখ
সূর্যের সাতরঙ কুড়িয়ে প্রজাপতি যেন
পাখির পালকের মতো মেলে ধরে ডানা
রাজহংসীর পায়ের মলে বাজে প্রীতির রাগ
নৃত্যের কোলাহলে মেতে ওঠে ফড়িং
হেমন্তের ওইসব দিনে হৃদয়ের গহিন গভীরে
নক্ষত্রের ছায়ায় বাড়ে পূর্ণিমাস্নাত চাঁদের আয়ু
যেখানে মানুষ নতুন প্রভাতের স্বপ্ন আঁকে।