×

খেলা

মোহামেডানের জয়রথ ছুটছেই

Icon

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মোহামেডানের জয়রথ ছুটছেই
   

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডানের জয়রথ ছুটছেই। মুন্সীগঞ্জে গতকাল শক্তিশালী ব্রাদার্সকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান। সাদা-কালো বাহিনীর হয়ে জয়সূচক গোলটি করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে। টানা অষ্টম জয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে তারা। এদিকে বাংলাদেশ পুলিশ দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। এছাড়া ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে ৪-১ গোলের সহজ জয় পেয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স।

শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল আত্মবিশ্বাসী মোহামেডান এগিয়ে যায় দ্বাদশ মিনিটে। বক্সের বাইরে ডিফেন্ডাররা তালগোল পাকালে বল চলে যায় জুয়েল মিয়ার পায়ে, নিখুঁত থ্রæ পাস বাড়ান তিনি। বল পেয়ে কোনাকুনি শটে জাল খুঁজে নেন সানডে। প্রথমার্ধের যোগ করা সময়ে সতীর্থের ক্রসে সুশান্ত ত্রিপুরার হেড পোস্টের বাইরে গেলে ব্রাদার্সের ভালো একটি সুযোগ নষ্ট হয়। বিরতির আগ মুহূর্তে সুলেমানে দিয়াবাতের পাসে জুয়েলের শট আটকে ব্যবধান দ্বিগুণ হতে দেননি ব্রাদার্সের গোলরক্ষক আশরাফুল আলম রানা।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর মরিয়া চেষ্টা ছিল না মোহামেডানের। ৫৬তম মিনিটে সতীর্থের পাসে সানডের শট ক্রস বারের উপর দিয়ে যায়। এরপর থেকে মোহামেডান গোল আগলে রাখার দিকেই মনোযোগী হয় বেশি। যোগ করা সময়ে সমতার সুবর্ণ সুযোগ হেলায় হারান চিক সিনে। ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষক বরাবর শট নেন সেনেগালের এই ফরোয়ার্ড। গোলকিপার সুজন হোসেন ফিস্ট করলে বল ফের চলে যায় সিনের পায়ে, এবার ফাঁকা পোস্ট পেয়েও উড়িয়ে মারেন তিনি। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে ব্রাদার্স মোহামেডানের জালে বল পাঠালেও ফাউলে বাতিল হয়। তাতে ব্রাদার্সের আর সমতায় ফেরা হয়নি, তৃতীয় হার নিয়ে ছাড়তে হয় মাঠ। শুরুর ওই গোল আগলে রেখে প্রিমিয়ার লিগে জয়রথ বজায় রেখেছে আলফাজ আহমেদের দল। লিগে দুর্বার গতিতে এগিয়ে চলা মোহামেডান জিতেছে আট ম্যাচের সবই। ২৪ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষস্থান আরো সংহত করেছে সাদা-কালো জার্সিধারীরা। দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি পেশাদার লিগে এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। লিগে তাদের সর্বশেষ শিরোপা ২০০২ সালে। দুই যুগেরও বেশি সময়ের পর মোহামেডানের লিগ শিরোপা জেতার সুযোগ এসেছে। গত এক দশকের মধ্যে এবারই প্রথম মোহামেডান প্রথম লেগে এককভাবে শীর্ষে এবং সম্পূর্ণ পয়েন্ট পেয়ে অপরাজিত। প্রথমপর্বে মোহামেডানের শেষ ম্যাচ ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে। দুর্বল প্রতিপক্ষের সঙ্গে জয়ই অনুমেয়। সেই ম্যাচে অঘটন ঘটলেও মোহামেডান প্রথমপর্ব শেষে টেবিলে এককভাবে শীর্ষেই থাকবে। কারণ মোহামেডান পরের ম্যাচ হারলেও নিকটতম প্রতিদ্ব›দ্বী আবাহনী পরের দুই ম্যাচ জিতলেও মোহামেডান এগিয়ে থাকবে ২ পয়েন্টে।

এদিকে দিনের অন্য ম্যাচে, ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশকে ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। টানা সাত হারের পর অবশেষে বৃত্ত ভেঙে জয়ের দেখা পেয়েছে তারা। পয়েন্টের খাতা খুলতে পারলেও বন্দরনগরীর দলটি আছে টেবিলে তলানিতে।

এছাড়া গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-১ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। টানা তিন হারের পর জয়ে ফেরা ফকিরেরপুল ৬ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে। গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচ ছিল তিনটি। আজ বাকি চার দলের দুটি ম্যাচই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে। কেননা মুখোমুখি হতে চলেছে পয়েন্ট টেবিলের উপরের সারির দলগুলো। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে আজ বিকাল সাড়ে ৫টায় কিংস অ্যারেনায় মাঠে নামবে ফর্টিস এফসি।

এদিকে ঢাকা আবাহনীর বিপক্ষে মাঠে নামবে রহমতগঞ্জ। পয়েন্ট টেবিলের যথাক্রমে দুই ও তিন নম্বরে রয়েছে। আজকের ম্যাচে জয়ী দল দুই নম্বরে উঠে আসবে। এক পয়েন্টে এগিয়ে থাকা আবাহনী ড্র করলে ধরে রাখবে দ্বিতীয় স্থান। তবে রহমতগঞ্জ ড্র কিংবা হেরে গেলে সম্ভাবনা থাকবে চারে নেমে যাওয়ার। কেননা ফর্টিসের বিপক্ষে পাঁচে থাকা বসুন্ধরা জয় পেলে তাদের পয়েন্ট হবে ১৬। বর্তমানে আবাহনী ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ও রহমতগঞ্জ ১৫ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে। এছাড়া ১৪ পয়েন্ট নিয়ে চারে রয়েছে ব্রাদার্স ইউনিউন। ছয়ে থাকা ফর্টিসের পয়েন্ট ৭।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App