×

যুক্তরাজ্য

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বান ২২০ ব্রিটিশ এমপির, চাপে স্টারমার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১২:৫০ পিএম

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বান ২২০ ব্রিটিশ এমপির, চাপে স্টারমার

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ২২০ জনের বেশি ব্রিটিশ সংসদ সদস্য (এমপি)। শাসক লেবার পার্টির অনেক এমপিসহ নয়টি ভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা এ আহ্বানে একমত হয়েছেন। ফলে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর চাপ বাড়ছে।

শুক্রবার (২৫ জুলাই) বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এক যৌথ চিঠিতে এমপিরা স্টারমারের কাছে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। চিঠিতে বলা হয়, ‘আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের উদ্যোগে যে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে যুক্তরাজ্য যেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।’

২৮ ও ২৯ জুলাই অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ফ্রান্স ও সৌদি আরব সহ-সভাপতির দায়িত্ব পালন করবে। চিঠিতে বলা হয়, ‘একটি স্বাধীন ও পূর্ণ ফিলিস্তিন রাষ্ট্র গঠন যুক্তরাজ্যের একার পক্ষে সম্ভব নয়। তবে যুক্তরাজ্যের স্বীকৃতি বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে।’

আরো পড়ুন : গাজায় একদিনেই নিহত ৮৯, মৃতের সংখ্যা ছাড়াল ৫৯ হাজার ৬৭৬

এমপিরা উল্লেখ করেছেন, ১৯১৭ সালের বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র গঠনে যুক্তরাজ্যের ঐতিহাসিক ভূমিকা ছিল। তাই এখন ফিলিস্তিন রাষ্ট্রকেও স্বীকৃতি দেওয়া যুক্তরাজ্যের নৈতিক দায়িত্ব।

এ চিঠিতে লেবার পার্টির পাশাপাশি কনজারভেটিভ, লিবারেল ডেমোক্র্যাট, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি), ওয়েলসের প্লাইড কামরিসসহ নয়টি রাজনৈতিক দলের সংসদ সদস্যরা স্বাক্ষর করেছেন। এর ফলে যুক্তরাজ্যের সংসদে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পক্ষে বড় ধরনের এক রাজনৈতিক ঐক্য তৈরি হয়েছে।

স্টারমার সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এই চিঠির বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে পর্যবেক্ষকরা বলছেন, সংসদে ক্রমবর্ধমান এই চাপ লেবার সরকারের পররাষ্ট্রনীতিতে বড় প্রভাব ফেলতে পারে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের ভূমিকার দিক নির্দেশনা নতুনভাবে নির্ধারণ করতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢামেকে একসঙ্গে ৬ সন্তান জন্ম দিলেন এক নারী

ঢামেকে একসঙ্গে ৬ সন্তান জন্ম দিলেন এক নারী

জাতীয় প্রেস ক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কর্পোরেট হেলথ কার্ড বিতরণ

জাতীয় প্রেস ক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কর্পোরেট হেলথ কার্ড বিতরণ

যাবজ্জীবনের মেয়াদ কমানোর চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

যাবজ্জীবনের মেয়াদ কমানোর চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

আজকের বাংলাদেশ গুজব বিভ্রান্তি আর অনিশ্চয়তায় ভরা

তরুণ প্রজন্মের চোখে আজকের বাংলাদেশ গুজব বিভ্রান্তি আর অনিশ্চয়তায় ভরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App