জাস্টিন ট্রুডো
‘নরকেও কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হবে না’

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম

ছবি : সংগৃহীত
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন। সে প্রস্তাব সরাসরি নাকচ করেছেন সদ্য পদত্যাগের ঘোষণা দেয়া কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার (৮ জানুয়ারি) ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে এ ব্যাপারে নিজের স্পষ্ট অবস্থান জানিয়েছেন তিনি।
সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে ট্রুডো লিখেন, ‘কানাডার মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাওয়ার কোনো সুযোগ নরকেও নেই’। আমাদের দুটি দেশ পরস্পরের সবচেয়ে বড় বাণিজ্য ও নিরাপত্তা অংশীদার। এই সম্পর্ক দ্বিপক্ষীয় উন্নয়নের মূল ভিত্তি হিসেবে কাজ করে।
এর আগে, ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মন্তব্য করেন যে কানাডার জনগণ তাদের দেশকে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য হিসেবে দেখতে আগ্রহী। তিনি দাবি করেন, এই বিষয়টি বুঝতে পেরেই ট্রুডো পদত্যাগ করেছেন।
ট্রাম্প আরো বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হলে দেশটি বাণিজ্য শুল্কের ঝামেলা থেকে মুক্তি পাবে এবং করের পরিমাণ কমে যাবে। এভাবে কানাডা ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠতে পারে।
উল্লেখ্য, সোমবার (৬ জানুয়ারি) লিবারেল পার্টির অভ্যন্তরীণ চাপের মুখে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। রাজধানী অটোয়ায় নিজের বাসভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দল নতুন নেতা নির্বাচিত করার পর তিনি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান উভয় পদ থেকে সরে দাঁড়াবেন।
ট্রুডো, যিনি ৫৩ বছর বয়সি ২০১৫ সালে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর আরো দুটি নির্বাচনে জয়ী হয়ে প্রায় এক দশক ধরে ক্ষমতায় থাকার অভিজ্ঞতা অর্জন করেছেন। তবে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক চাপ ও সমালোচনার মুখে এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মন্তব্য ও প্রতিক্রিয়া
ট্রাম্পের এমন বক্তব্য নিয়ে কানাডার সাধারণ জনগণ এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যদিও কানাডার জনগণ ও নেতাদের মধ্যে ট্রুডোর এই স্পষ্ট অবস্থানের প্রশংসা করা হচ্ছে।