×

যুক্তরাষ্ট্র

৯ মাসে ৮০ হাজার নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১০:২৫ এএম

৯ মাসে ৮০ হাজার নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় আসার পর প্রথম নয় মাসে প্রায় ৮০ হাজার নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসনমুক্ত করবেন। গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

নির্বাহী আদেশ জারির পরপরই নথিবিহীন অভিবাসীদের ধরতে দেশজুড়ে অভিযান শুরু হয়। এতে অংশ নেয় স্থানীয় পুলিশ, কাস্টমস কর্মকর্তারা এবং আধাসামরিক বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। এই অভিযানে হাজার হাজার মানুষকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

রয়টার্স জানায়, বাতিল হওয়া ৮০ হাজার ভিসার সবগুলোই অবৈধ অভিবাসীদের নয়। এর মধ্যে অনেকেই বৈধ খণ্ডকালীন ভিসাধারী ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৬ হাজার জনের ভিসা বাতিল হয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে, ১২ হাজার জনের ভিসা বাতিল হয়েছে হামলা বা সহিংসতায় জড়িত থাকার কারণে এবং ৮ হাজার জনের ভিসা বাতিল হয়েছে চুরির অভিযোগে।

রয়টার্সকে এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, যাদের ভিসা বাতিল হয়েছে, তাদের অর্ধেকই এই তিনটি অপরাধের সঙ্গে যুক্ত।

এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক মুখপাত্র জানিয়েছেন, গত আগস্ট মাসে ৬ হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে— ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বসবাস, আইন লঙ্ঘন, এবং ‘সন্ত্রাসবাদে সমর্থন’ দেওয়ার অভিযোগ।

গত মে মাসে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, আমরা ইতোমধ্যে হাজার হাজার নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল করেছি এবং এই প্রক্রিয়া ভবিষ্যতেও চলবে। যাদের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তাদের ভিসা বাতিল করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন

ডিসেম্বরে শৈত্যপ্রবাহের আভাস, উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শুরু হবে শীত

ডিসেম্বরে শৈত্যপ্রবাহের আভাস, উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শুরু হবে শীত

নভেম্বরেই গণভোটের দাবিতে উত্তাল পল্টন

নভেম্বরেই গণভোটের দাবিতে উত্তাল পল্টন

মামদানির জয়ে নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মামদানির জয়ে নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App