×

আবহাওয়া

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৯:৩৪ এএম

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১৬ জুলাই) দিনভর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকায় এ পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময়ে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আরো পড়ুন : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিলুপ্ত হচ্ছে ‘সহকারী শিক্ষক’ পদ

বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। দিনভর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও দুপুর ১টা পর্যন্ত এক নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উপকূলীয় ও সমুদ্রসংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়ার প্রকোপ কিছুটা বেশি থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোপালগঞ্জে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত: বিবিসি বাংলা

গোপালগঞ্জে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত: বিবিসি বাংলা

গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হামলায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হামলায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

মুখ্যমন্ত্রী মমতার বক্তব্যে সায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের

ভোটের রাজনীতির প্যাঁচে ভারতে বাঙালি হেনস্তা মুখ্যমন্ত্রী মমতার বক্তব্যে সায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের

গোপালগঞ্জে বর্বরতায় জড়িতদের শাস্তি পেতেই হবে: অন্তর্বর্তী সরকার

গোপালগঞ্জে বর্বরতায় জড়িতদের শাস্তি পেতেই হবে: অন্তর্বর্তী সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App