×

আবহাওয়া

সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা, লঘুচাপের আভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৯:০৭ এএম

সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা, লঘুচাপের আভাস

ছবি : সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে আগামী ৩০ জুলাই বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কিছু এলাকায় ভ্যাপসা গরমও কিছুটা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৩ জুলাই) দেশের ছয় বিভাগের বিস্তীর্ণ এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। কুড়িগ্রামের রাজারহাটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাঙামাটিতে, যেখানে ২৪ ঘণ্টায় ৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গাতেও বৃষ্টি হতে পারে।

এছাড়া ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে বলে জানিয়েছে অধিদফতর।

ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী, নারায়ণগঞ্জসহ রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। তবে গরম ও আর্দ্রতা মিলিয়ে ভ্যাপসা আবহাওয়ার কারণে স্বস্তি মিলবে না সহজে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে প্রস্তুত জামায়াত: গোলাম পরওয়ার

সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে প্রস্তুত জামায়াত: গোলাম পরওয়ার

একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেয়া হবে কবে, জানালেন সালাহউদ্দিন

একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেয়া হবে কবে, জানালেন সালাহউদ্দিন

টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

টানা ৫ দিন বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App