সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ঝড়ের আভাস

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১০:৪২ এএম

সন্ধ্যার মধ্যে দেশের চারটি অঞ্চলে বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ছবি : সংগৃহীত
সন্ধ্যার মধ্যে দেশের চারটি অঞ্চলে বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার (২ আগস্ট) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ী দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামীকাল (৩ আগস্ট) সন্ধ্যা ছয়টার মধ্যে কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও এই মাত্রা ৮৮ মিলিমিটারেরও বেশি হতে পারে। ঢাকাসহ আশপাশের এলাকাতেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আরো পড়ুন : জুলাই ঘোষণাপত্র প্রকাশের তারিখ জানালেন উপদেষ্টা মাহফুজ
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।