×

আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০১:১৫ পিএম

বঙ্গোপসাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

ছবি : সংগৃহীত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট একটি লঘুচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা করছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটি জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন সমুদ্রের পরিস্থিতি উত্তাল থাকতে পারে।

শনিবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে বিডব্লিউওটি জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আজই সুস্পষ্ট লঘুচাপ ও নিম্নচাপে পরিণত হতে পারে। এটি আরো ঘনীভূত হয়ে ২৬–২৭ অক্টোবরের মধ্যে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে একটি ‘সাধারণ মানের ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, এই লঘুচাপের প্রভাবে ইতোমধ্যে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরের বেশিরভাগ এলাকায় উত্তাল পরিস্থিতি বিরাজ করতে পারে। উত্তর বঙ্গোপসাগরে প্রভাব প্রথম দিকে তুলনামূলকভাবে কম থাকলেও ২৭–২৮ অক্টোবরের দিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও গভীর সাগরও অশান্ত হয়ে উঠতে পারে।

আরো পড়ুন : বৃষ্টিহীন রাজধানীতে গরম অব্যাহত

ফলে সমুদ্রে থাকা সব ধরনের মাছ ধরার ট্রলার ও নৌযানকে সাবধানে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি।

সংস্থাটি আরো জানিয়েছে, সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি ২৮–২৯ অক্টোবর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূল অতিক্রম করতে পারে।

আগামীকাল দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তবে বান্দরবান, কক্সবাজার, খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় দু-একটি স্থানে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিপাত হতে পারে।

বিডব্লিউওটি বলছে, ২৯ অক্টোবর থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে পারে। ওই সময় থেকে শুরু হয়ে ২ নভেম্বর পর্যন্ত ‘বৃষ্টি বলয়’ সক্রিয় থাকবে, যা দেশের অধিকাংশ এলাকায় কমবেশি বৃষ্টিপাত ঘটাতে পারে। এ সময় দেশের আকাশ বেশিরভাগ জায়গায় মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিক আজীবনই সাংবাদিক

সাংবাদিক আজীবনই সাংবাদিক

বিমানবন্দরে আগুন দেরিতে নেভানোর কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বিমানবন্দরে আগুন দেরিতে নেভানোর কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে ছাত্রদল নেতার ভিডিও বার্তা

মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে ছাত্রদল নেতার ভিডিও বার্তা

জুলাই সনদ বাস্তবায়নের খসড়া নিয়ে যা জানালো এনসিপি

জুলাই সনদ বাস্তবায়নের খসড়া নিয়ে যা জানালো এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App