×

আবহাওয়া

বৃষ্টিহীন রাজধানীতে আজও শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা অপরিবর্তিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১২:২৩ পিএম

বৃষ্টিহীন রাজধানীতে আজও শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা অপরিবর্তিত

সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ছবি : সংগৃহীত

রাজধানীতে গত কয়েকদিনের মতো আজও থাকবে শুষ্ক ও আংশিক মেঘলা আবহাওয়া। একইসঙ্গে তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৭ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এতে আরো বলা হয়, সোমবার উত্তর বা উত্তর–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অফিসের তথ্যানুসারে, সোমবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৪ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর গতরাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানিয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে এনসিপির অফিসে গুলি!

রাজধানীতে এনসিপির অফিসে গুলি!

জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

লালমনিরহাটে কদম গাছ থেকে নব-মুসলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে কদম গাছ থেকে নব-মুসলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আসন সমঝোতা নিয়ে ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

আসন সমঝোতা নিয়ে ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App