×

আবহাওয়া

ঢাকায় হালকা বৃষ্টির আভাস, কমবে গরম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১০:৩১ এএম

ঢাকায় হালকা বৃষ্টির আভাস, কমবে গরম

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমে গরমও কমতে পারে।

শনিবার (১ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৫ মিনিটে।

আরো পড়ুন : সমবায়ভিত্তিক কার্যক্রমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব

এদিকে, শুক্রবার রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব অঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, আর রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

সামগ্রিকভাবে, আজকের বৃষ্টি রাজধানীবাসী ও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য অল্প হলেও গরম থেকে স্বস্তি এনে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোচ সালাউদ্দিন-সিমন্সকে নিয়ে যা বললেন লিটন

কোচ সালাউদ্দিন-সিমন্সকে নিয়ে যা বললেন লিটন

বাতাস দূষণের মাত্রা শীতে আরো বাড়বে

বাতাস দূষণের মাত্রা শীতে আরো বাড়বে

গণভোটে টালমাটাল রাজনীতি

গণভোটে টালমাটাল রাজনীতি

যে কারণে বিশ্ব র‍্যাংকিংয়ে আরো নিচে ভারতীয় পাসপোর্ট

যে কারণে বিশ্ব র‍্যাংকিংয়ে আরো নিচে ভারতীয় পাসপোর্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App