তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১১:৫৪ এএম
ছবি : সংগৃহীত
সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রাও সামান্য কমবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
শনিবার (৮ নভেম্বর) আবহাওাবিদ এ কে এম নাজমুল হকের সই করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আরো পড়ুন : আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
আগামীকাল রোববার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে। তখনও উত্তর ও উত্তর–পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামী সোমবার (১০ নভেম্বর) ও মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও বলা হয়েছে, সারাদেশে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর ও উত্তর–পূর্বাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমবে।
অন্যদিকে, বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া একই রকম শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে এদিন রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পাঁচ দিনের সামগ্রিক পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের মধ্যে দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
