×

আবহাওয়া

নভেম্বরের তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১০:৪৩ এএম

নভেম্বরের তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আমেজ থাকলেও নভেম্বরের অবশিষ্ট দিনগুলোতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুবই কম। আবহাওয়া কখনো শীতল, আবার কখনো উষ্ণ—এই দোলাচলেই পুরো মাস কাটবে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সংস্থাটি জানায়, দেশের কিছু এলাকায় শীতের অনুভূতি তৈরি হলেও এখনো কোথাও শৈত্যপ্রবাহ নেমে আসেনি। বরং তাপমাত্রা কিছুটা বেড়েছে, যদিও এই উষ্ণতা স্বল্পস্থায়ী। সামগ্রিকভাবে নভেম্বরজুড়ে বড় কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

এদিকে দেশজুড়ে শীতের হাওয়া বইলেও চট্টগ্রাম বিভাগ এখনো উষ্ণতায় ঘেরা। সেখানে দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করছে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের বাকি সময়ে তাপমাত্রা ওঠানামা করবে। দেশের উত্তরের সীমান্তবর্তী এলাকা তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। অন্যদিকে দক্ষিণের টেকনাফে তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি থাকতে পারে।

আরো পড়ুন : ঢাকায় হালকা শীত, শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

ঢাকার তাপমাত্রা সম্পর্কে সংস্থাটি জানায়, নিম্নতম তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

বিডব্লিউওটি আরো জানায়, পরিপূর্ণ শীত উপভোগ করতে শৈত্যপ্রবাহের জন্য অপেক্ষা করতে হবে। তার আগে এই শীত, এই গরম ধরনের অস্থির আবহাওয়া চলমান থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোদি সরকারের কাছে চিরকৃতজ্ঞ, বললেন জয়

মোদি সরকারের কাছে চিরকৃতজ্ঞ, বললেন জয়

টানা ১০ম বার বিহারের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন নীতিশ কুমার

টানা ১০ম বার বিহারের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন নীতিশ কুমার

জীবাশ্ম জ্বালানি ফেইজ আউট ও জলবায়ু রোডম্যাপের দাবি

কপ৩০-এর ৯ম দিন জীবাশ্ম জ্বালানি ফেইজ আউট ও জলবায়ু রোডম্যাপের দাবি

মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬

মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App