×

আবহাওয়া

আসছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম

আসছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ

ডিসেম্বরের মধ্যভাগে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ পরশ আঘাত হানতে পারে। ছবি : সংগৃহীত

অগ্রহায়ণ মাস শেষ হতে বাকি আর মাত্র আট দিন। ইতোমধ্যেই গ্রামাঞ্চলে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। এর মাঝে ডিসেম্বরের মধ্যভাগে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ পরশ আঘাত হানতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সোমবার (৮ ডিসেম্বর) সংস্থাটির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, শীতলপ্রবাহ পরশ ১৪ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে দেশে সক্রিয় থাকতে পারে। এই সময় রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ ডিগ্রি, কুমিল্লা, নওগাঁর বদলগাছী, গোপালগঞ্জ ও কুড়িগ্রামের রাজারহাটে ১২ দশমিক ৫ ডিগ্রি এবং যশোর–চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী, কুষ্টিয়ার কুমারখালী ও পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

আরো পড়ুন : সারাদেশে শীতের তীব্রতা বাড়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে দেশের বেশিরভাগ স্থানে রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় শৈত্যপ্রবাহের আশঙ্কা আরো জোরালো হয়েছে। সাধারণ নিয়মে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেই শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। ৮–১০ ডিগ্রি হলে মৃদু, ৬–৮ ডিগ্রি হলে মাঝারি, ৪–৬ ডিগ্রি হলে তীব্র এবং ৪ ডিগ্রির নিচে নামলে অতিতীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, চলতি ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন স্থানে এক থেকে দুটি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ দেখা যেতে পারে। এতে তাপমাত্রা ১০ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, কিছু এলাকায় তাপমাত্রা বিচ্ছিন্নভাবে ১০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে, তবে এটি বেশি সময় স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। ১৫ ডিসেম্বরের পর থেকেই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। গত বছরের ডিসেম্বরের তুলনায় তাপমাত্রার খুব বেশি পার্থক্য হবে না।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী পাঁচ দিন আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে রাত–দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। ভোরের দিকে দেশের বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে।

সংস্থাটি আরো সতর্ক করে জানায়, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে শীতের তীব্রতা আরো বাড়তে পারে। শিশু ও বৃদ্ধদের প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং শীত-সংক্রান্ত রোগব্যাধি এড়াতে নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্ম নয়, উন্নয়ন পরিকল্পনাই জনগণের সামনে রাখতে চায় বিএনপি

ধর্ম নয়, উন্নয়ন পরিকল্পনাই জনগণের সামনে রাখতে চায় বিএনপি

অস্ট্রেলিয়ার চূড়ান্ত স্কোয়াডে বাংলাদেশি ফুটবলার

অস্ট্রেলিয়ার চূড়ান্ত স্কোয়াডে বাংলাদেশি ফুটবলার

মীরসরাই হানাদারমুক্ত দিবস আজ

মীরসরাই হানাদারমুক্ত দিবস আজ

আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App