×

বিএনপি

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান বিএনপি নেতা আফাজ উদ্দিনের

Icon

মারুফ সরকার, নিজেস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ পিএম

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান বিএনপি নেতা আফাজ উদ্দিনের

ছবি : ভোরের কাগজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের পাশে থাকার লক্ষ্যে ঢাকা-১৮ আসনের আওতাধীন কাওলায় প্রায় পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

রোববার রাজধানীর কাওলার বাজার এলাকায় মোহাম্মাদ ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মোহাম্মাদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আফাজ উদ্দিন। সভাপতিত্ব করেন বিমানবন্দর থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সদস্য রফিকুল রহমান ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিমানবন্দর থানা ছাত্রদলের সহ-সভাপতি মুরিদুর রহমান আনাম।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আফাজ উদ্দিন বলেন, দু’একটি দল পিআর কৌশল ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে। আমরা তাদের অনুরোধ জানাই—বিশৃঙ্খলা নয়, আসুন সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেই।

আরো পড়ুন : পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য সকলে অংশ নিন

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিই দেশের পুনর্গঠনের ভিত্তি। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে এ কর্মসূচির প্রতিটি দফা বাস্তবায়ন করা হবে। এর মধ্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা, সুশাসন, নারীর অধিকার ও যুব সমাজের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান যেখানেই অন্যায় দেখবেন, প্রতিবাদ করবেন।

তিনি আরো বলেন, প্রতিটি ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। এর মাধ্যমে দেশের মানুষ নতুন আশার আলো দেখতে পাবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিমানবন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, দক্ষিণখান থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, দক্ষিণখান থানা মহিলা দলের আহ্বায়ক জাকিয়া সুলতানা পান্না, বিমানবন্দর থানা মহিলা দলের সদস্য সচিব শাহনাজ বিল্লাহ, বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ডের সাধারণ সম্পাদক রানা হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক এবং বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা জিল্লুর রহমান সুজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির প্রার্থী তালিকায় সবুজ সংকেত পেলেন দুই শতাধিক নেতা

বিএনপির প্রার্থী তালিকায় সবুজ সংকেত পেলেন দুই শতাধিক নেতা

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাইসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাইসাইকেল আরোহীর মৃত্যু

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান বিএনপি নেতা আফাজ উদ্দিনের

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান বিএনপি নেতা আফাজ উদ্দিনের

রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’, শিক্ষক লাঞ্ছনার ঘটনার তদন্তে কমিটি

রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’, শিক্ষক লাঞ্ছনার ঘটনার তদন্তে কমিটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App