বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০২:০২ পিএম
ছবি : সংগৃহীত
আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা (বি১/বি২) প্রক্রিয়ায় নতুন একটি শর্ত কার্যকর হতে যাচ্ছে। এই তারিখের পর যেসব আবেদনকারী বি১/বি২ ভিসার জন্য অনুমোদন পাবেন তাদের নির্দিষ্ট অঙ্কের ভিসা বন্ড জমা দিতে হবে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ইউএস অ্যাম্বেসি ঢাকা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২১ জানুয়ারির পর অনুমোদিত বি১/বি২ ভিসাধারীদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড প্রদান করতে হতে পারে। তবে ২১ জানুয়ারির আগে যেসব বি১/বি২ ভিসা ইস্যু করা হয়েছে এবং যা বর্তমানে বৈধ রয়েছে, তাদের ক্ষেত্রে এই নতুন শর্ত প্রযোজ্য হবে না।
আরো পড়ুন : ভেনেজুয়েলাকে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার মাচাদোর
দূতাবাসের পক্ষ থেকে আরো স্পষ্ট করে জানানো হয়েছে, ভিসা সাক্ষাৎকারের আগে কোনোভাবেই বন্ডের অর্থ পরিশোধ করা যাবে না। আগাম বন্ড জমা দিলেই ভিসা নিশ্চিত হবে—এমন কোনো নিশ্চয়তা নেই। পাশাপাশি তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা অননুমোদিত মাধ্যম ব্যবহার করে অর্থ পরিশোধের বিষয়ে সতর্ক করে বলা হয়েছে, এসব ক্ষেত্রে প্রতারণার ঝুঁকি থাকতে পারে।
দূতাবাস জানায়, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয়। তবে ভিসা ইস্যুর পর ভিসার সব শর্ত যথাযথভাবে পালন করলে নির্ধারিত সময় শেষে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।
এই নতুন শর্তসহ ভিসা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও হালনাগাদ তথ্য যুক্তরাষ্ট্র দূতাবাসের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে ইউএস অ্যাম্বেসি ঢাকা।
