তবে কি শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ খেলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম
ছবি : সংগৃহীত
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা চলছে। বিশেষ করে ভারতে গিয়ে টুর্নামেন্ট খেলতে রাজি নয় বাংলাদেশ—এই অবস্থানে বিসিবি বারবার অনড় থেকেছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী ২১ জানুয়ারির মধ্যেই।
ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে আইসিসি বিসিবিকে এই সময়সীমার কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। ওই আলোচনায় বিসিবি তাদের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, তারা বিশ্বকাপে অংশ নিতে চায়, তবে ভারতের বাইরে। এ ক্ষেত্রে সহ-আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কাকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব দিয়েছে বিসিবি।
তবে আইসিসি তাদের নির্ধারিত সূচি পরিবর্তনে অনাগ্রহী। বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশ রয়েছে ‘গ্রুপ সি’-তে। শনিবারের বৈঠকে বিসিবি অনুরোধ করেছিল বাংলাদেশকে ‘গ্রুপ বি’-তে স্থানান্তর করতে এবং আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদল করতে, যাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু আইসিসি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং দাবি করে, ভারতে বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
আরো পড়ুন : বিরক্ত সাইফকে পরে ‘দুঃখিত’ বলেছে তদন্ত টিম
শুরুর দিকে জানা গিয়েছিল, আয়ারল্যান্ড গ্রুপ পরিবর্তনে রাজি রয়েছে। তবে পরে জানা যায়, তারা আর এ বিষয়ে সম্মতি দিচ্ছে না। এমন পরিস্থিতিতে বিসিবি যদি শেষ পর্যন্ত দল পাঠাতে অস্বীকৃতি জানায়, তাহলে আইসিসি বিকল্প দল ঘোষণা করতে পারে। বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী সে ক্ষেত্রে স্কটল্যান্ডের সুযোগ তৈরি হতে পারে।
বিসিবির একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, ভারতের মাটিতে খেলার বিষয়ে তারা কোনোভাবেই আপস করতে রাজি নন। আইসিসিকেও বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়েছে। বিসিবির এক পরিচালক বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলতে চাই, তবে সেটা ভারতের বাইরে। খেলোয়াড়দের পাশাপাশি দলের অন্যান্য সদস্যদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ এখন অনেকটাই নির্ভর করছে আইসিসির সিদ্ধান্তের ওপর। এই জটিল পরিস্থিতিতে আইসিসি সভাপতি জয় শাহ যদি নিজ উদ্যোগে সমাধানের পথ বের করেন, তবেই বাংলাদেশের বিশ্বকাপ খেলা সহজ হতে পারে। অন্যথায়, হাতে সময় খুব কম থাকায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিতই থেকে যাচ্ছে।
