উত্তরায় তারেক রহমানের সাক্ষাৎকার দেখতে জনতার ঢল

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০১:৫৯ পিএম

তারেক রহমান। ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকার বড় পর্দায় প্রদর্শন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রজেক্টের সামনে এ আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া তারেক রহমানের দুই পর্বের একান্ত সাক্ষাৎকারটি এ সময় এলইডি স্ক্রিনে প্রচার করা হয়। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক সংকট, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধার বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন।
প্রদর্শনী শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মুহাম্মদ আফাজ উদ্দিন বলেন, “বিবিসি বাংলাকে দেওয়া তারেক রহমানের এই সাক্ষাৎকার বাংলাদেশের রাজনীতিতে নতুন দিক উন্মোচন করেছে। তাঁর বক্তব্য সারা দেশে আলোচনার জন্ম দিয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। তিনি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার যে আহ্বান জানিয়েছেন, তা আমাদের আন্দোলনের নতুন প্রেরণা।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ খোকা। এতে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনগণ।
এ সময় আগত নারী-পুরুষের মাঝে উপহার সামগ্রী হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন মুহাম্মদ আফাজ উদ্দিন, যা অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। দিনব্যাপী আয়োজনে ছিল উৎসবমুখর আবহ।