×

বিএনপি

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে কখন, জানালেন ডা. জাহিদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে কখন, জানালেন ডা. জাহিদ

ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার মধ্যরাতের পর বা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ৩টার দিকে এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন।

খালেদা জিয়া গত ১২ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারসূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। এর ফলে দেশজুড়ে রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

হাসপাতাল সূত্রে জানানো হয়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। বিএনপির এক সূত্র বলছে, ফুসফুসে সংক্রমণের জটিলতা কিছুটা উন্নতির দিকে রয়েছে, তবে হৃদযন্ত্রের সমস্যার অবস্থা এখনও অপরিবর্তিত। অন্যান্য শারীরিক সমস্যারও তেমন কোনো পরিবর্তন হয়নি।

বুধবার রাতে চীন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে মেডিকেল বোর্ডে যোগ দিয়েছেন। এর আগে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেল ঢাকায় পৌঁছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণ করেছেন এবং সর্বশেষ রিপোর্ট পর্যালোচনা করেছেন।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া এই বছরের জানুয়ারিতেও লন্ডনে গিয়েছিলেন। সেখানে একটি হাসপাতালে ও পরে ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করে চিকিৎসা নেন। প্রায় চার মাস পর ৬ মে তিনি দেশে ফেরেন।

গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি রাখা হয়। গত রোববার ভোরে অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে কখন, জানালেন ডা. জাহিদ

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে কখন, জানালেন ডা. জাহিদ

১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসির

১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসির

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App