খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানালেন ডা. জাহিদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে এবং চিকিৎসকদের দেওয়া চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন। এ কারণে চিকিৎসকরা আশাবাদী যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার এভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ক্ষেত্রে তার বয়স ও দীর্ঘদিনের অসুস্থতাকে বিবেচনায় নিতে হবে। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে পরিকল্পিতভাবে তাকে যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল, যার ফলে তার শারীরিক জটিলতা মারাত্মকভাবে বেড়ে যায়। এর প্রভাবেই এবার তাকে বেশ কঠিন সময় পার করতে হচ্ছে।
আরো পড়ুন : নিজেই দেশে ফেরার তারিখ জানালেন তারেক রহমান
তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ড প্রতিদিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। প্রতিদিন সন্ধ্যায় তার বিভিন্ন পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই পরামর্শ অনুযায়ী দেশে তার চিকিৎসা পরিচালিত হচ্ছে।
ডা. জাহিদ বলেন, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ম্যাডামকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তিনি তা নিয়মিত গ্রহণ করতে পারছেন। গত কয়েকদিন আগেও তার যে শারীরিক অবস্থা ছিল, সেটি তিনি ধরে রাখতে পারছেন।
তিনি জানান, খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি আছেন এবং ২৭ নভেম্বর থেকে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করে ডা. জাহিদ হোসেন বলেন, সবাই যেন আল্লাহর কাছে দোয়া করেন, যাতে তিনি সুস্থ হয়ে দেশের রাজনীতিতে তার যথাযথ ভূমিকা রাখতে পারেন।
