×

জাতীয়

হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পিএম

হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

রাজধানীর ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতআরা রুমি (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ঝিগাতলা কাঁচাবাজার সংলগ্ন জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় রুমির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, হোস্টেলে গিয়ে তারা রুমির মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন : অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

এ বিষয়ে হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহদাত হোসেন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে ছাত্রী হোস্টেল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুমি আত্মহত্যা করেছেন। পারিবারিক সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, তার জীবনে দুইবার বিয়ে হয়েছিল এবং উভয় ক্ষেত্রেই বিচ্ছেদ ঘটে। দুই সংসারে তার দুই সন্তান রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পরিদর্শক শাহদাত হোসেন বলেন, পুলিশের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী জান্নাতআরা রুমি এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তবে সংগঠনের কোনো পদে তিনি ছিলেন না বলে এখন পর্যন্ত জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন?

নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন?

দুই ভাগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান

দুই ভাগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান

মালয়েশিয়ার বাংলাদেশিসহ আটক ৪০২ অবৈধ অভিবাসী

মালয়েশিয়ার বাংলাদেশিসহ আটক ৪০২ অবৈধ অভিবাসী

শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ

জেআইসি সেলে গুম-নির্যাতন শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App