×

বিএনপি

প্রচারণা শুরু হলেই নির্বাচনের বাস্তব চিত্র স্পষ্ট হবে: মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম

প্রচারণা শুরু হলেই নির্বাচনের বাস্তব চিত্র স্পষ্ট হবে: মির্জা ফখরুল

প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ মোটামুটি ভালো মনে হলেও প্রকৃত অবস্থা বোঝা যাবে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর। তার আগে পরিস্থিতি পুরোপুরি অনুধাবন করা সম্ভব নয়।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল জানান, বর্তমানে রাজনৈতিক দলগুলো নিজেদের সাংগঠনিক প্রস্তুতি ও মনোনয়ন সংক্রান্ত কাজ গুছিয়ে নিচ্ছে। প্রচারণা শুরু হলে তখনই নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হবে, তা স্পষ্ট হবে।

ক্রিকেট ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে রাজনীতির সম্পৃক্ততা রয়েছে। একজন বাংলাদেশি ক্রিকেটারকে অপমান করা মানে দেশকেই অপমান করা। এ ক্ষেত্রে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে সমর্থন করলেও ছোটখাটো বিষয়গুলো নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে মত দেন তিনি।

আরো পড়ুন : জনকল্যাণের রাজনীতি করার আহ্বান জানালেন তারেক রহমান

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান পরিস্থিতি সরকারের ব্যর্থতা। এখনো অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি হয়নি। তবে নির্বাচন চলাকালে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বড় রাজনৈতিক দল প্রসঙ্গে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় বড় দল হিসেবে বিএনপিই জনগণের পরীক্ষিত রাজনৈতিক শক্তি। দেশের গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

দলীয় চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের বিষয়ে তিনি জানান, তারেক রহমান শিগগিরই উত্তরাঞ্চলে আসবেন এবং বিভিন্ন শহীদদের কবর জিয়ারত করবেন।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ভোট দেওয়া জনগণের অধিকার ও দায়িত্ব। বিএনপি জনগণের সিদ্ধান্তের ওপরই আস্থা রাখে।

তিস্তা ও অভিন্ন নদীর পানিবণ্টন ইস্যুতে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতেই হবে: আসিফ নজরুল

বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতেই হবে: আসিফ নজরুল

মোস্তাফিজ ছাড়া বিশ্বকাপ দল গঠনের পরামর্শ আইসিসির

মোস্তাফিজ ছাড়া বিশ্বকাপ দল গঠনের পরামর্শ আইসিসির

এলপিজি আমদানিতে ঋণ সুবিধা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

এলপিজি আমদানিতে ঋণ সুবিধা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

প্রচারণা শুরু হলেই নির্বাচনের বাস্তব চিত্র স্পষ্ট হবে: মির্জা ফখরুল

প্রচারণা শুরু হলেই নির্বাচনের বাস্তব চিত্র স্পষ্ট হবে: মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App