নিজের চোখ নিয়ে মহৎ সিদ্ধান্ত হৃত্বিকের

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৮:৩৭ এএম

হৃতিক রোশন। ছবি : সংগৃহীত
বলিউডের ‘গ্রীক গড’ খ্যাত হৃতিক রোশন শুধুমাত্র অভিনয় দক্ষতা নয়, সুঠাম দেহগঠন ও ফিটনেস দিয়েও বছরের পর বছর মুগ্ধ করে রেখেছেন ভক্তদের। শারীরিক সক্ষমতা ও ফিটনেসে তিনি বলিউডের শীর্ষ তারকাদের মধ্যে অন্যতম। তবে আজকের এই আকর্ষণীয় চেহারা ও শক্তিমত্তার পেছনে লুকিয়ে আছে তার দীর্ঘ সংগ্রাম ও অধ্যবসায়।
হৃতিকের চোখের গভীরতায় হারিয়েছেন বহু অনুরাগী এবং সহ-অভিনেত্রী। তার চাহনিতেই মুগ্ধ হয়েছিলেন মেক্সিকান অভিনেত্রী বারবারা মোরেও। এবার সেই চোখ নিয়েই এক মহৎ সিদ্ধান্তের কথা জানালেন হৃতিক।
জানা গেছে, বহু আগেই, নিজের ৪৩তম জন্মদিনে চক্ষুদানের জন্য নিবন্ধন করেছিলেন হৃতিক রোশন। তবে শুরুতে এ বিষয়টি গোপন রেখেছিলেন তিনি। পরে নিজেই সেটি জনসমক্ষে আনেন এবং অনুরাগীদেরও চক্ষুদানের মতো মহৎ কাজে উদ্বুদ্ধ করেন।
আরো পড়ুন : ফের ঝড় তুলতে আসছেন আল্লু অর্জুন-রাশমিকা
অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন হৃতিক রোশন। ক্যারিয়ারের এই দীর্ঘ যাত্রায় অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার অভিনয়ের পাশাপাশি নতুন এক অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন এই সুপারস্টার।
শোনা যাচ্ছে, প্রথমবারের মতো নিজেই কোনো ছবি পরিচালনা করছেন হৃতিক রোশন। এছাড়া তার বাবা, কিংবদন্তি নির্মাতা রাকেশ রোশনের সঙ্গে হাত মিলিয়ে প্রযোজনাতেও যুক্ত হচ্ছেন তিনি। দুজন মিলে যশরাজ ফিল্মসের ‘কৃশ ৪’ প্রযোজনা করছেন।
এছাড়া চলতি বছরই মুক্তি পেতে যাচ্ছে হৃতিক রোশন অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ওয়ার ২’। প্রথম পর্বের সাফল্যের পর দ্বিতীয় কিস্তি নিয়েও ভক্তদের প্রত্যাশা তুঙ্গে।