×

বলিউড

ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব, যা বললেন হেমা মালিনী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম

ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব, যা বললেন হেমা মালিনী

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও হেমা মালিনী। ছবি : সংগৃহীত

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়িয়ে পড়ে। অনেকে দাবি করেন, তিনি ভেন্টিলেশনে আছেন, এমনকি তার মৃত্যুর ভুয়া খবরও ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন প্ল্যাটফর্মে। বিষয়টি নিয়ে অনুরাগীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়।

এই পরিস্থিতিতে অবশেষে মুখ খুলেছেন ধর্মেন্দ্রর স্ত্রী ও অভিনেত্রী-রাজনীতিবিদ হেমা মালিনী এবং মেয়ে এষা দেওল। তারা এসব খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘ক্ষমাহীন’ বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন।

গুজব ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার রাতে ইনস্টাগ্রামে একটি বিবৃতি দেন এষা দেওল। তিনি লেখেন, ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। আমার বাবার অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সকলকে অনুরোধ করছি আমাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখার জন্য। বাবার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

আরো পড়ুন : মা হলেন ক্যাটরিনা কাইফ, থাকতে হচ্ছে হাসপাতালে

অন্যদিকে, হেমা মালিনীও এক পোস্টে তীব্র ক্ষোভ প্রকাশ করে লেখেন, যা ঘটছে তা একেবারেই ক্ষমার অযোগ্য। কীভাবে কেউ সত্যতা যাচাই না করেই এ ধরনের মিথ্যা খবর ছড়াতে পারে, তা বোধগম্য নয়। ধর্মেন্দ্র চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এটি সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন আচরণ। দয়া করে পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানান।

ধর্মেন্দ্রর পরিবার নিশ্চিত করেছে যে, ‘হি-ম্যান’ নামে পরিচিত এই কিংবদন্তি অভিনেতা এখন সুস্থ আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে আরোগ্য লাভ করছেন। তারা অনুরাগীদের প্রতি আহ্বান জানিয়েছেন— কোনো গুজবে কান না দিয়ে পরিবারের গোপনীয়তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুয়াকাটায় ডেঙ্গু আতঙ্ক: ২৪ ঘণ্টায় মৃত্যু ২, আক্রান্ত শতাধিক

কুয়াকাটায় ডেঙ্গু আতঙ্ক: ২৪ ঘণ্টায় মৃত্যু ২, আক্রান্ত শতাধিক

বাংলাদেশের হয়ে খেলার কারণ জানালেন হামজা চৌধুরী

বাংলাদেশের হয়ে খেলার কারণ জানালেন হামজা চৌধুরী

সিরিয়ার উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি ট্রাম্পের

সিরিয়ার উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি ট্রাম্পের

১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ ঘিরে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ ঘিরে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App