বিপিএলে বিদেশি ক্রিকেটারের বিশ্বরেকর্ড
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ঢাকা ক্যাপিটালসকে মাত্র ১২২ রানে গুটিয়ে দেয় চট্টগ্রাম রয়্যালস। তবে রাজধানীর দলটিকে অল্প রানে আটকে রাখতে বোলারদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন চট্টগ্রামের উইকেটরক্ষক অ্যাডাম রশিংটন।
আজকের ম্যাচে ইংলিশ এই ক্রিকেটার মোট পাঁচটি ডিসমিসালে সরাসরি অবদান রাখেন। এর মধ্যে একটি রান আউট ও চারটি স্ট্যাম্পিং রয়েছে। চারটি স্ট্যাম্পিংয়ের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ স্ট্যাম্পিংয়ের বিশ্বরেকর্ডে যৌথভাবে নিজের নাম লেখান অ্যাডাম রশিংটন।
রশিংটনের আগে এক ম্যাচে চারটি করে স্ট্যাম্পিং করেছেন আরও ছয় জন উইকেটরক্ষক। তাদের সঙ্গে যোগ দিলেন চট্টগ্রাম রয়্যালসের উইকেটকিপার। সবার আগে এই কীর্তি গড়েছিলেন টনি ফ্রোস্ট। ২০০৪ সালে কাউন্টিতে গ্লামরগ্যানের চার ব্যাটারকে স্ট্যাম্পিং করেছিলেন তিনি। এরপর ক্রমান্বয়ে এই তালিকায় যোগ দেন দিনেশ কার্তিক, কামরান আকমল, ধীমান ঘোষ, দিনেশ রামদিন ও লাহিরু দাওয়াতাগে।
এই তালিকার নতুন সংযোজন হলেন- অ্যাডাম রশিংটন। বিপিএলর আজকের ম্যাচে রশিংটন সবার আগে স্ট্যাম্পিং করেন উসমান খানকে। এরপর একে একে তার কাছে ধরা দেন শামীম হোসেন পাটোয়ারী, সাব্বির রহমান রুম্মন ও ইমাদ ওয়াসিম।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেটের বিনিময়ে ঢাকা ক্যাপিটালস করে মাত্র ১২২ রান। জবাবে ১০ উইকেট ও ৪৪ বল হাতে রেখেই জয় পেয়ে যায় চট্টগ্রাম।
