বিবাহবার্ষিকীতে প্রিয়াঙ্কাকে নিয়ে আবেগঘন বার্তা নিকের
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ছবি : সংগৃহীত
বিবাহবার্ষিকীর বিশেষ এই দিনে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কাটানো স্মৃতিমধুর মুহূর্তটিকে ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তার স্বামী, মার্কিন পপ তারকা নিক জোনাস। স্বপ্নের মেয়ের উদ্দেশে তিনি একটি আবেগঘন বার্তাও পোস্ট করেছেন।
স্টোরিতে যদিও প্রিয়াঙ্কার মুখ দেখা যায়নি, তবে অভিনেত্রীর গ্ল্যামারাস লুকের একটি ঝলক—যেখানে কেবল তার পিঠ দৃশ্যমান—শেয়ার করেছেন নিক। ছবিটি খানিকটা ঝাপসা হলেও এর সঙ্গে জুড়ে থাকা আবেগ প্রকাশ পেয়েছে স্পষ্টভাবে।
স্ত্রীকে উদ্দেশ করে নিক লিখেছেন, ‘আমার স্বপ্নের মেয়ের সঙ্গে বিয়ের সাত বছর।’ নিক ও প্রিয়াঙ্কা দু’জনেই বিভিন্ন সময় তাদের ভালোবাসার মুহূর্ত প্রকাশ্যে শেয়ার করে থাকেন। জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা যেকোনো বিশেষ উপলক্ষ—কখনোই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশে কার্পণ্য করেন না।
আরো পড়ুন : ধর্মেন্দ্রর মৃত্যুতে শাহরুখের আবেগঘন পোস্ট
প্রিয়াঙ্কা ও নিকের প্রেমকাহিনির শুরু সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (তৎকালীন টুইটার) বার্তা আদান–প্রদানের মাধ্যমে। নিকের বার্তার পর প্রিয়াঙ্কা নিজের নম্বর শেয়ার করেন, সেখান থেকেই কথোপকথনের সূত্রপাত।
২০১৭ সালে ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে তাদের প্রথম দেখা হয়। একই বছর মেট গালার রেড কার্পেটে দু’জনকে পাশাপাশি দেখা যায়। এরপর ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে তাদের ডেটিংয়ের খবর সামনে আসে।
২০১৮ সালে লন্ডনে প্রিয়াঙ্কার জন্মদিনে নিক তাকে প্রস্তাব দেন। একই বছরের ১ ও ২ ডিসেম্বর যোধপুরের ঐতিহাসিক উমেদ ভবন প্রাসাদে দুই পরিবারের রীতিনীতি মেনে তাদের জমকালো বিবাহ সম্পন্ন হয়।
২০২২ সালের জানুয়ারিতে এই তারকা দম্পতি কন্যাসন্তান মালতি মারি চোপড়া জোনাসকে স্বাগত জানান।
