হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির সরোয়ার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০২:০০ পিএম
বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করে তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে রিটের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু, ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির এবং অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোওয়ারী।
এর আগে প্রার্থিতা ফিরে পেতে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর হাইকোর্টে রিট দায়ের করেন।
এদিকে, গত ২২ জানুয়ারি ঋণ পুনঃতফসিলের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন চেম্বার আদালত। তবে এর আগে ১৮ জানুয়ারি একই বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছিলেন চেম্বার জজ আদালত।
আরো পড়ুন : রিট বাতিল, প্রার্থীতা হারালেন মঞ্জুরুল আহসান মুন্সী
গত রোববার প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত ওই স্থগিতাদেশ দেন। সে সময় প্রিমিয়ার লিজিংয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুমার রায়।
উল্লেখ্য, এরও আগে হাইকোর্ট সরোয়ার আলমগীরের নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার আদেশ দেন। একই দিনে নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র বাতিল করেছিল।
সর্বশেষ হাইকোর্টের আদেশে সরোয়ার আলমগীরের প্রার্থিতা আবারও বৈধতা পেল।
