×

সরকার

নতুন পে-স্কেল বাস্তবায়নের সুযোগ এই সরকারের নেই : ফাওজুল কবির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম

নতুন পে-স্কেল বাস্তবায়নের সুযোগ এই সরকারের নেই : ফাওজুল কবির

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত

প্রায় এক দশক পর সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। প্রথম থেকে ২০তম গ্রেড—সব স্তরেই বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলেও এই সুপারিশ বাস্তবায়নের সুযোগ অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘পে-স্কেল বিষয়ে পে কমিশন একটি প্রতিবেদন জমা দিয়েছে মাত্র। অন্তর্বর্তী সরকারের পক্ষে এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। সরকার একটি কমিটি করেছে, যারা এই সুপারিশগুলো পর্যালোচনা করবে। সাধারণত পে কমিশনের সুপারিশ একবারে বাস্তবায়ন হয় না; ধাপে ধাপে বাস্তবায়ন করা হয়। এই প্রতিবেদন ভবিষ্যৎ সরকারের জন্য সহায়ক হবে।’

ফাওজুল কবির বলেন, ‘পে কমিশনের রিপোর্টের কারণে বাজারে জিনিসপত্রের দামের ওপর কোনো প্রভাব পড়ার সুযোগ নেই, কারণ সরকার এটি বাস্তবায়ন করছে না। পাশাপাশি ডিফেন্স জোন গঠনের বিষয়টি সেনা, নৌ ও বিমানবাহিনীর সমরাস্ত্র ব্যবহারের সঙ্গে সম্পৃক্ত। এ জন্য অস্ত্র তৈরির পরিকল্পনা রয়েছে, তবে প্রাথমিকভাবে শুধু জমি বরাদ্দ দেওয়া হচ্ছে।’

চীন ও পাকিস্তান থেকে যুদ্ধবিমান কিংবা ড্রোন কেনার বিষয়ে কোনো তথ্য জানা নেই বলেও জানান ফাওজুল কবির খান।

ক্রিকেট সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের অবস্থানে কোনো অনৈতিকতা নেই। আমরা শুধু বিকল্প ভেন্যুর অনুরোধ জানিয়েছি। ভারত দীর্ঘদিন পাকিস্তানে খেলেনি। আমরা তো বিশ্বকাপ খেলতে চাই।’

বর্তমানে ২০১৫ সালের বেতনকাঠামো অনুযায়ী প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা পাচ্ছেন। গত ১০ বছরে নতুন পে-স্কেল না হওয়ায় বিভিন্ন সময়ে সরকারি চাকরিজীবীরা বেতন পুনর্নির্ধারণের দাবি জানিয়ে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতে গত বছরের জুলাইয়ে অন্তর্বর্তী সরকার জাতীয় বেতন কমিশন গঠন করে।

গত ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়।

কমিশনের সুপারিশ অনুযায়ী গ্রেডের সংখ্যা আগের মতোই ২০টি রাখা হয়েছে। এতে সর্বনিম্ন ২০তম গ্রেডে মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডে মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ

পাটওয়ারীর ওপর হামলা মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে হয়েছে

নাহিদ ইসলাম পাটওয়ারীর ওপর হামলা মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে হয়েছে

সমাবেশ মঞ্চে তারেক রহমান, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান

সমাবেশ মঞ্চে তারেক রহমান, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান

নতুন পে-স্কেল বাস্তবায়নের সুযোগ এই সরকারের নেই : ফাওজুল কবির

নতুন পে-স্কেল বাস্তবায়নের সুযোগ এই সরকারের নেই : ফাওজুল কবির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App