×

রাজধানী

রাজধানীতে সড়ক অবরোধে যানজট, ডিএমপির দুঃখ প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০২:০১ পিএম

রাজধানীতে সড়ক অবরোধে যানজট, ডিএমপির দুঃখ প্রকাশ

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় বিভিন্ন দাবিতে একাধিক সংগঠনের কর্মসূচির কারণে সড়ক অবরোধ ও যানজটের সৃষ্টি হয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বেড়ে যাওয়ার কারণে যে জনভোগান্তি তৈরি হয়েছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিএমপি।

রোববার (২ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি জানান, বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রাজধানীর একাধিক স্থানে একযোগে কর্মসূচি শুরু হওয়ায় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বিঘ্নিত হয়েছে। এর ফলে কিছু এলাকায় ব্যাপক জনভোগান্তি ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

ডিএমপি জানিয়েছে, শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত কারণে যে জনভোগান্তি তৈরি হয়েছে, তার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আরো জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ বিভিন্ন সড়কে পরিচালনা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করেছে। সাধারণ মানুষকে শান্তি ও ধৈর্যের সঙ্গে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে এমপিওভুক্তির দাবিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আন্দোলন, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তকরণ, এবং স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবি। এছাড়া ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ চাকুরীপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের নন-ক্যাডারে নিয়োগ দেওয়ার দাবিতেও সড়ক অবরোধ করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতেই হবে: আসিফ নজরুল

বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দিতেই হবে: আসিফ নজরুল

মোস্তাফিজ ছাড়া বিশ্বকাপ দল গঠনের পরামর্শ আইসিসির

মোস্তাফিজ ছাড়া বিশ্বকাপ দল গঠনের পরামর্শ আইসিসির

এলপিজি আমদানিতে ঋণ সুবিধা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

এলপিজি আমদানিতে ঋণ সুবিধা শিথিল করল বাংলাদেশ ব্যাংক

প্রচারণা শুরু হলেই নির্বাচনের বাস্তব চিত্র স্পষ্ট হবে: মির্জা ফখরুল

প্রচারণা শুরু হলেই নির্বাচনের বাস্তব চিত্র স্পষ্ট হবে: মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App