‘দ্য ফ্লো ফেস্ট ঢাকা’: অব্যবস্থাপনায় দর্শনার্থীদের চরম ভোগান্তি
আতিফুজ্জামান শুভ
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম
‘দ্য ফ্লো ফেস্ট ঢাকা’য় অব্যবস্থাপনায় দর্শনার্থীদের চরম ভোগান্তি
শরীর ও মনের সুস্থতার বার্তা নিয়ে আয়োজিত ‘দ্য ফ্লো ফেস্ট ঢাকা ২০২৫’ শেষ হলো অব্যবস্থাপনা আর দর্শনার্থীদের চরম ভোগান্তির মধ্য দিয়ে। রাজধানীর গুলশান-২ এর বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে তিন দিনব্যাপী এই উৎসবের লক্ষ্য মহৎ হলেও, দুর্বল ব্যবস্থাপনা, রেজিস্ট্রেশন জটিলতা এবং প্রবেশ ও প্রস্থানের পথে চরম বিশৃঙ্খলার কারণে আয়োজনটি সমালোচিত হয়েছে।
‘দ্য ফ্লো ফেস্ট’-এর এই আয়োজনে সুস্থ জীবনযাপনকে উৎসাহিত করতে যোগব্যায়াম, মেডিটেশন, সাউন্ড হিলিং, ৫ কিলোমিটার দৌড়, প্যানেল আলোচনা, যুব কর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ১০০টিরও বেশি সেশন এবং ১৫০টিরও বেশি আয়োজন রাখা হয়েছিল। দেশি-বিদেশি বিভিন্ন উদ্যোক্তা ও ব্র্যান্ড মেলায় তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থাও করে।
রেজিস্ট্রেশন জটিলতা ও বিশৃঙ্খলা
উৎসবের তিন দিনই দর্শনার্থীদের ভিড় থাকলেও, শুক্র ও শনিবার বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পার্কের প্রধান ফটকে শত শত মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভোগান্তির শিকার দর্শকরা জানান, লাইনের শেষে গেটের সামনে এসে তারা জানতে পারেন যে ভেতরে ঢুকতে অনলাইন রেজিস্ট্রেশন প্রয়োজন।
কিন্তু পুরো পার্কের ফটকে মাত্র দুই থেকে তিনটি স্থানে রেজিস্ট্রেশনের কিউআর কোড স্ক্যানার সম্বলিত পোস্টার দেখা যায়, যা শত শত মানুষের জন্য ছিল অপর্যাপ্ত। এক দর্শক অভিযোগ করে বলেন, স্ক্যানারগুলো এত নিচে লাগানো ছিল যে লিংক স্ক্যান করতে আমাদের ঝুঁকে পড়তে বা বসে যেতে হয়েছে। এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে অনেকে রেজিস্ট্রেশন ছাড়াই ভেতরে প্রবেশ করলে স্বেচ্ছাসেবকদের সাথে তাদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।
ফটকে ধাক্কাধাক্কি ও সড়কে যানজট
সবচেয়ে বড় বিশৃঙ্খলা দেখা দেয় সন্ধ্যার আগে। আয়োজকদের পক্ষ থেকে বিকাল ৫টার পর প্রবেশ নিষেধের নির্দেশনা থাকলেও, তখনও ফটকের বাইরে প্রায় অর্ধশত মানুষ প্রবেশের অপেক্ষায় ছিলেন।
পরিস্থিতি আরও জটিল হয় যখন মেলার প্রবেশ এবং প্রস্থানের জন্য একই ফটক ব্যবহার করা হয়। এতে দুই দিক থেকেই মানুষের চাপে ফটকে তীব্র ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। মেলা থেকে বের হয়ে আসা এক ক্ষুব্ধ দর্শক জানান, আমি বের হচ্ছিলাম, আর ঠিক তখনই বাইরে থেকে মানুষ ধাক্কা দিয়ে ঢুকছে। গেইটের ভেতর ও বাইরে চাপা পড়ার মতো অবস্থা তৈরি হয়েছিল।
এই অব্যবস্থাপনার কারণে উপস্থিত দর্শনার্থীদের অনেকেই আয়োজকদের সাথে তর্কে জড়িয়ে পড়েন। সুস্থতার বার্তা দিতে আসা একটি আয়োজনে এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে দর্শনার্থীরা তীব্র বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই ভিড় ও অব্যবস্থাপনার প্রভাব পার্কের বাইরেও পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, পার্কের সামনের পুরো সড়কজুড়ে এই জটলার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
