×

রাজধানী

পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেলের সামনে গুলিতে নিহত ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০২:০৭ পিএম

পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেলের সামনে গুলিতে নিহত ১

ছবি : সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাঈদ মামুন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেলে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সূত্রাপুর থানায় জানানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, সকাল ১১টার দিকে হঠাৎ হাসপাতালের সামনে গুলির শব্দ শোনা যায়।

আরো পড়ুন : গোপালগঞ্জ সংঘর্ষে এনসিপি ও আওয়ামী লীগ দুই পক্ষই দায়ী

আমরা শব্দ শুনে বাইরে এসে দেখি একজন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তাকে আমাদের হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত ঢাকা মেডিকেলে পাঠানো হয়, সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত ব্যক্তির পরিচয় প্রথমে কেউ জানত না এবং কারা গুলি চালিয়েছে তাও জানা যায়নি।

নিহতের খালাতো ভাই হাফিজ বলেন, আমার ভাই তারিক সাঈদ মামুন একজন সাধারণ মানুষ। তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। কে বা কারা কেন তাকে হত্যা করল এ বিষয়ে আমাদের কোনো ধারণা নেই।

সূত্রাপুর থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি একটি টার্গেট কিলিংয়ের ঘটনা হতে পারে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিয়ে তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেহরানে এক কোটি মানুষের দুই সপ্তাহ চলার মতো পানি আছে

তেহরানে এক কোটি মানুষের দুই সপ্তাহ চলার মতো পানি আছে

যুক্তরাষ্ট্রে শাটডাউন অবসানে সমঝোতা, সিনেটে বিল পাস

যুক্তরাষ্ট্রে শাটডাউন অবসানে সমঝোতা, সিনেটে বিল পাস

একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

যেকারণে ফের অধিনায়কের দায়িত্ব নিলেন শান্ত

যেকারণে ফের অধিনায়কের দায়িত্ব নিলেন শান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App