×

রাজধানী

ধানমন্ডি-৩২ ঘিরে ফের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র এলাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম

ধানমন্ডি-৩২ ঘিরে ফের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র এলাকা

ছবি : সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বুলডোজার দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি-৩২ নম্বরের বাড়ি ভাঙার প্রচেষ্টায় বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে পুনরায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে দুপুরে প্রথম দফায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা বুলডোজার নিয়ে ৩২ নম্বরের স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এগোলে পুলিশ তাদের বাধা দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তায় বুলডোজার পার্ক করে স্লোগান দিতে থাকেন। এরপর ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে কিছু শিক্ষার্থী ভেতরে ঢুকতে সক্ষম হলেও অধিকাংশকে বাইরে আটকে দেয় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পরিস্থিতি আরো বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ ছত্রভঙ্গ করার জন্য টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, অযাচিতভাবে লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। তবে পুলিশের দাবি, শিক্ষার্থীরা ব্যারিকেড ভাঙার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ করায় তাদের মোকাবিলা করতে বাধ্য হয়। ৩২ নম্বর কোনোভাবেই ভাঙতে দেওয়া হবে না বলে জানায় পুলিশ।

আরো পড়ুন : ধানমন্ডি ৩২ নম্বরে এক্সকাভেটর ঢোকানোর চেষ্টা, পুলিশের লাঠিপেটা

এদিকে কিছু সময় পর সেনাবাহিনী ঘটনাস্থলে এসে এলাকার নিয়ন্ত্রণ নেয়। তাদের সতর্কতা সত্ত্বেও শিক্ষার্থীরা বুলডোজার ভেতরে ঢোকাতে চাইলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে ইটপাটকেল, লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপে পুরো ধানমন্ডি-৩২ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফতোয়াবাজদের সঙ্গে জোট গঠনের প্রবণতা, অভিযোগ নারীপক্ষ’র

ফতোয়াবাজদের সঙ্গে জোট গঠনের প্রবণতা, অভিযোগ নারীপক্ষ’র

মৃত্যুদণ্ডের রায়ে ‘আমি কষ্ট পাচ্ছি’, বললেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

মৃত্যুদণ্ডের রায়ে ‘আমি কষ্ট পাচ্ছি’, বললেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবর

আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবর

শেখ হাসিনার রায় ঐতিহাসিক : অন্তর্বর্তী সরকার

শেখ হাসিনার রায় ঐতিহাসিক : অন্তর্বর্তী সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App