×

চট্টগ্রাম

ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০১:৪৯ পিএম

ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের নিহত ৩

ট্রান্সফরমার বিস্ফোরণের পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত

বান্দরবানের সুয়ালক ইউনিয়নের দেওয়াই হেডম্যান পাড়ায় ট্রান্সফরমার বিস্ফোরণের পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। রোববার (১৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও মিডিয়া) আবদুল করিম।

নিহতরা হলেন, ওরকান ম্রো (৭১), তুমলে ম্রো (১৭) ও রাওলেন ম্রো (৪০)। তারা সবাই বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেওয়াই হেডম্যান পাড়ার বাসিন্দা।

স্থানীয়দের বরাতে জানা গেছে, গভীর রাতে পাড়ার পাশে স্থাপন করা একটি বিদ্যুৎ ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়। এতে সংযোগ থাকা ঘরগুলোর বৈদ্যুতিক মিটার ও লাইনে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের মিটার বন্ধ করতে গিয়ে একে একে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান পরিবারের সদস্যরা।

সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত জানা কিছুটা সময় লেগেছে। রাত ২টার দিকে স্থানীয়রা তাকে তিনজনের মৃত্যুর খবর দেন।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. দিলিপ চৌধুরী জানিয়েছেন, আহত এক নারীকে রাত ৩টা ২০ মিনিটে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।

আরো পড়ুন : ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন মাসুম জানান, ট্রান্সফরমার বিস্ফোরণ ও প্রাণহানির খবর পাওয়ার পরপরই লোকজন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুরো ঘটনা তদন্তের পর বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬৪ জেলায় নির্মাণ হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’

৬৪ জেলায় নির্মাণ হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’

প্রথমবার নিলামে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

প্রথমবার নিলামে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন ৫ আগস্ট

জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন ৫ আগস্ট

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হুমকিতে ইউরোপ: ম্যাক্রোঁ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হুমকিতে ইউরোপ: ম্যাক্রোঁ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App