×

অর্থনীতি

প্রথমবার নিলামে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৬:৩৩ পিএম

প্রথমবার নিলামে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়ার ফলে ডলারের দাম টাকার তুলনায় গত এক সপ্তাহ ধরে কমছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক নতুন পদক্ষেপ নিলো।

এই ডলার কেনার জন্য প্রতি ডলারের দাম ১২১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। যা বেশিরভাগ ব্যাংকের দেয়া প্রায় ১২০ টাকা দামের চেয়ে বেশি।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, টাকার বিপরীতে ডলারের দাম স্থির রাখতে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে।

যদি ডলারের বিনিময় হার টাকার তুলনায় বেড়ে যায়, তাহলে কেন্দ্রীয় ব্যাংক একইভাবে নিলামের মাধ্যমে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করবে।

তিনি আরও বলেন, টাকার বিপরীতে ডলারের বিনিময় হার যেন স্থির থাকে, সেটা নিশ্চিত করতে প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক যেকোনো সময় বাজারে হস্তক্ষেপ করতে পারে।

একটি শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের এক ঊর্ধ্বতন ট্রেজারি কর্মকর্তা জানান, রোববার (১৩ জুলাই) প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২০ টাকা। এদিন তা বেড়ে ১২১ টাকা ৫০ পয়সায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৩ জুলাই অধিকাংশ ব্যাংক প্রতি ডলারের বিনিময় হার প্রায় ১২০ টাকা নির্ধারণ করেছিল। এক সপ্তাহ আগে এই হার ছিল ১২৩ টাকারও বেশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৬ জুলাই কৈশোর তারুণ্যে বই ট্রাস্টের ৯ বছর পূর্তি

১৬ জুলাই কৈশোর তারুণ্যে বই ট্রাস্টের ৯ বছর পূর্তি

ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’, সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় শহীদ’ ঘোষণা কেন নয়

ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’, সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় শহীদ’ ঘোষণা কেন নয়

বিবেক জাগান

বিবেক জাগান

হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুই মামলা, সন্তানদের নোটিশ

হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুই মামলা, সন্তানদের নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App