×

চট্টগ্রাম

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন, নিযন্ত্রণে ১৬টি ইউনিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৫:২৫ পিএম

চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন, নিযন্ত্রণে ১৬টি ইউনিট

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা আড়াইটার দিকে ইপিজেডের ৫ নম্বর প্লটে অবস্থিত অ্যাডামস ক্যাপ নামের একটি কারখানায় আগুনের সূত্রপাত হয়।

কারখানাটিতে হাসপাতালের যন্ত্রপাতি তৈরি করা হতো।

তবে আরেকটি সূত্রে জানা গেছে, আগুন লেগেছে ‘আল হামিদ টেক্সটাইল’ নামে একটি তোয়ালে তৈরির কারখানায়। ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক কাজ করতেন বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, বহুতল ভবনের ওপরের তলাগুলোয় আগুন জ্বলছে এবং ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণকক্ষ জানায়, খবর পেয়ে ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামির হোসেন জিয়া বলেন, ‘ইপিজেডের একটি কারখানায় আগুন লেগেছে। সেখানে মেডিকেল এক্সেসরিজ তৈরি হতো। বিস্তারিত পরে জানানো যাবে।’

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, নয়তলা ভবনের ৫, ৬ ও ৭ তলায় আগুন ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো হোস্টিং ডটকম

দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো হোস্টিং ডটকম

জানা গেলো পবিত্র রোজা শুরুর সম্ভাব্য তারিখ

জানা গেলো পবিত্র রোজা শুরুর সম্ভাব্য তারিখ

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App