×

চট্টগ্রাম

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৬:০১ পিএম

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭

ছবি : সংগৃহীত

জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রাম নগরের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বাসার ভেতর থেকে সাতজনকে আটক করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে নগরের ২ নম্বর গেটের চশমা হিল এলাকায় এ অভিযান পরিচালনা করে পাঁচলাইশ থানা পুলিশ। অভিযানের পর বাসার সিসিটিভি ক্যামেরার ডিভিআর বক্স জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আটক ব্যক্তিদের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগামীকাল বৃহস্পতিবারের কর্মসূচিতে অংশ নিতে কয়েকজন ব্যক্তি এখানে জড়ো হচ্ছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়। সেই তথ্যের সূত্র ধরে অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে আরো জানা গেছে, মহিবুল হাসানের ছোট ভাই বোরহান চৌধুরী ও বিএনপি নেতা নিয়াজ অতীতে ‘ক্যাফে মিলানো’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করতেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে সেটি বন্ধ রয়েছে। তবে অনলাইনে খাবার বিক্রি কার্যক্রম চালু রয়েছে বলে জানা গেছে। আটক সাতজন দাবি করেছেন, তাঁরা ওই রেস্তোরাঁয় কাজ করতেন। প্রাথমিক অনুসন্ধানেও সে ধরনের তথ্য মিলেছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান সাংবাদিকদের বলেন, আমরা একটি ফেসবুক পোস্ট পেয়েছি, যেখানে বলা হচ্ছিল ১৩ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে কিছু লোক এখানে জড়ো হচ্ছে। তথ্য ছিল, তাঁদের জন্য বাইরে থেকে খাবার আসছে। তবে আমরা সে ধরনের কিছু পাইনি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিপিএলে বিদেশি ক্রিকেটারের বিশ্বরেকর্ড

বিপিএলে বিদেশি ক্রিকেটারের বিশ্বরেকর্ড

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল ইতিবাচক : প্রেস সচিব

আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল ইতিবাচক : প্রেস সচিব

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App