×

সারাদেশ

বোয়ালমারীতে স্ত্রীর ওপর অভিমানে স্বামীর আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫০ পিএম

বোয়ালমারীতে স্ত্রীর ওপর অভিমানে স্বামীর আত্মহত্যা

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের বোয়ালমারীতে স্ত্রীর ওপর অভিমানে নাজমুল শেখ (২৭) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল শেখ পাঁচ ময়না গ্রামের আক্তার শেখের ছেলে। সুমি একই গ্রামের আবু সাইদ মোল্যার মেয়ে।

জানা গেছে, মাস দুয়েক আগে নাজমুল শেখের স্ত্রী সুমি ঝগড়া করে বাবার বাড়ি চলে যায়। স্ত্রী চলে যাওয়ায় সোহান ও সহিদ নামে ছোট দুই ছেলেকে লালন-পালন করছিলেন নাজমুল। এ নিয়ে অশান্তিতে ভুগছিলেন নাজমুল। শুক্রবার সন্ধ্যায় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। পরিবারের সদস্যরা বুঝতে পেরে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক রূম্পা তাকে মৃত ঘোষণা করেন।

ডা. সাবরিনা হক রূম্পা বলেন, হাসপাতালে আনার পর আমরা নাজমুল শেখকে মৃত অবস্থায় পেয়েছি।

এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মনির হোসেন বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App