×

সারাদেশ

রামগড়ে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ০৭:২১ পিএম

রামগড়ে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক
খাগড়াছড়ির রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সেক্টর কমান্ডার পর্যায়ের সমন্বয় বৈঠত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ মহামুনি বিওপির আওতাধীন বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর ওপর বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি'র ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন-গুইমারা বিজিবি সেক্টরের কমান্ডার কর্ণেল এম এফ মোরশেদ সরোয়ার এবং বিএসএফ'র ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন-বিএসএফ উদয়পুর সেক্টরের কমান্ডার ডিআইজি শেখর গুপ্ত। বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন-রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে: কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম, পলাশপুর ৪০ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মো. সোহেল আহমদ, যামিনীপাড়া ২৩ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এ বি এম জাহিদুল করিম সহ অন্যান্য ব্যাটালিয়নের অধিনায়কগণ। অন্যদিকে উদয়পুর সেক্টর কমান্ডার ডিআইজি শেখর গুপ্তার নেতৃত্বে বিএসএফ ‘র ৯৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট লালা কৃষ্ণ কুমার লাল সহ ৭ জন উপস্থিত ছিলেন। সমন্বয় বৈঠক সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পারিক সম্পর্ক উন্নয়ন ও ভ্রাতৃত্ব বৃদ্ধির জন্যই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App