×

সারাদেশ

সিংগাইরে সেই হুমকিদাতা আ.লীগ নেতার এলাকায় গণসংযোগ টুলুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৩ পিএম

সিংগাইরে সেই হুমকিদাতা আ.লীগ নেতার এলাকায় গণসংযোগ টুলুর

মানিকগঞ্জ-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক দেওয়ান জাহিদ আহমেদ টুলু শুক্রবার দিনব্যাপী সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। ছবি: ভোরের কাগজ

সিংগাইরে সেই হুমকিদাতা আ.লীগ নেতার এলাকায় গণসংযোগ টুলুর

মানিকগঞ্জ-২ (সিংগাইর- হরিরামপুর ও সদরের একাংশ) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কর্মীদের হুমকিদাতা সিংগাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইসকান্দারের এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে টুলু তার কর্মী সমর্থকদের নিয়ে এ সংযোগ করেন। এর আগে, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ট্রাক প্রতীকের লিফলেট বিতরণকালে টুলুর সমর্থকদের উদ্দেশ্যে নৌকায় ভোট না দিলে হাত কেটে নেয়া ও গুলি করার হুমকি দেন ওই এলাকার বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইস্কান্দার। বিষয়টি সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও ভয় ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়। এ ঘটনায় ইস্কান্দার এর বিরুদ্ধে উপজেলা নির্বাচন অফিসার মো. শরিফুল ইসলাম বাদী হয়ে বুধবার (২৭ ডিসেম্বর) থানায় মামলা করেন।

এ দিকে তালেবপুর ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী ও স্থানীয় কর্মী সমর্থকদের নিয়ে কাংশা মোড়, ইসলাম নগর, চর গোলড়া, রাজেন্দ্রপুর, ইরতা-কাশেমপুর মজলিশপুর ও রসুলপুরে গণসংযোগ করলে স্থানীয় ভোটারদের ব্যাপক সারা পান স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু। এরমধ্যে কয়েকটি স্থানে উঠান বৈঠক করেন তিনি।

তিনি এ সময় ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ ভয় না পেয়ে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ট্রাক প্রতীকে ভোট দিবেন। গণসংযোগে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও তার সহধর্মিণী শিলভী আহমেদ ও একমাত্র কন্যা দেওয়ান ইলমা আহমেদ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App