×

সারাদেশ

হেলমেটে লুকানো ২৯ হাজার রুপি, গ্রেপ্তার ২ যুবক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২০, ০৬:২১ পিএম

শেরপুরের নালিতাবাড়িতে ২৯ হাজার ভারতীয় রুপিসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। রবিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার সীমান্তে আন্ধারুপাড়া গ্রামে বুরুঙ্গা সেতু সংলগ্ন তাদের গ্রেপ্তার করা হয়। আটকরা হচ্ছেন পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে আল-আমিন (২২) ও কালাচাঁনের ছেলে জুয়েল মিয়া (২৮)।

বারমারী সীমান্ত ফাঁড়ির বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল সকাল ৯টায় অভিযান চালিয়ে বুরুঙ্গা সেতু এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। তারা ভারতীয় সীমান্ত এলাকা থেকে আসছিল। পরে তাদের দেহ তল্লাশি করে মোটর সাইকেলের হেলমেটের ভিতরে লুকিয়ে রাখা ২৯ হাজার ভারতীয় রুপি ও একটি মাহিন্দ্রা ১১০সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

ওই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একই গ্রামের লিটন কোচ (২৮) নামে আরেক আদিবাসী যুবক দৌড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে বারমারী বিওপি কোম্পানী কমান্ডার আলতাফ হোসেন জানান, আটক ২ যুবকসহ ৩ জনের বিরুদ্ধে বিজিবি নায়েক মাহবুল ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া আটকদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App