×

সারাদেশ

মানিকগঞ্জে পাঁচ আসামির যাবজ্জীবন

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৭:৩০ পিএম

মানিকগঞ্জে পাঁচ আসামির যাবজ্জীবন

ছবি: ভোরের কাগজ

মানিকগঞ্জে স্বর্ণ চোরাচালান মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। বুধবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় প্রদান করেন।

একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়। অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার তরা ব্রিজ এলাকায় বেনাপোলগামী বাসে অভিযান পরিচালনা করে ২২৭টি স্বর্ণের বার জব্দসহ ইয়াহিয়া, শেখ আমিনুর, মনিরুজ্জামান, শেখ জায়দুল ও জহিরুলকে আটক করে। 

পরে র‍্যাব-২ এর অধিনায়ক জেসিও মোকসেদ আলম মানিকগঞ্জ সদর থানায় একটি চোরাচালানের মামলা দায়ের করেন।  ১৩ মার্চ ১৫ সাক্ষীর সাক্ষ্য-গ্রহণ ও আলামত বিশ্লেষণ করে পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করা হয়।

সরকার পক্ষের আইনজীবী মথুননাথ সরকার বিষয়টি নিয়ে জানান, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। অপরাধীরা যথাযথ শাস্তি পেয়েছেন। 

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম বাদশা জানান, এ মামলায় অনেক ত্রুটি রয়েছে। তারা সঠিক বিচারের জন্য ঊর্ধ্বতন আদালতে আপিল করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App