×

সারাদেশ

পানিতে ডুবে শিশুসহ দুই জনের মৃত্যু

Icon

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১১:৩৪ পিএম

পানিতে ডুবে শিশুসহ দুই জনের মৃত্যু

ছবি : প্রতীকী

জামালপুরের সরিষাবাড়ীতে বন্যার পানিতে ডুবে এক শিশুসহ দুইজনে মারা গেছে। সোমবার (৮ জুলাই) দুপুরে পৌর এলাকায় কামরাবাদ ও বিকেলে সাতপোয়া ইউনিয়নের আদ্রা এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পৌর মেয়র মনির উদ্দিন। নিহতরা হলো, উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা গ্রামের হেলাল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (৮) ও পৌরসভার কামরাবাদ গ্রামের মৃত জমশের আলীর ছেলে শাহা আলী। 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শাহ আলী বাড়ির পাশে ঝিনাই নদীতে গোসল করতে যায়। এসময় বন্যার পানির স্রোতে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। এর কয়েক ঘণ্টা পর তার লাশ নদীতে ভেসে উঠতে দেখে পরিবারকে খবর দেয় স্থানীয়রা। পরিবারের লোকজন লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।  

অপরদিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা এলাকার হেলাল মিয়ার ছেলে ইয়াসিন বিকেলে বাড়ির পাশে খেলা করছিল। এসময় পাশে ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয় ইয়াসিন। পরে এক পর্যায়ে ডোবাতে তার লাশ দেখতে পায় পরিবারের লোকেরা। পরে লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের। 

এ ব্যাপারের সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, বন্যার পানিতে ডুবে এক শিশুস দুইজন মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেছে। পরিবারের কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন : চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় দাদা-নাতনি নিহত

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App