×

সারাদেশ

নামাজ পড়ানো নিয়ে ভাতিজার থাপ্পড়ে চাচার মৃত্যু

Icon

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৬ এএম

নামাজ পড়ানো নিয়ে ভাতিজার থাপ্পড়ে চাচার মৃত্যু

ছবি: ভোরের কাগজ

নেত্রকোণার পূর্বধলায় নামাজ পড়ানোকে কেন্দ্র করে ভাতিজার থাপ্পড়ে চাচা হাসিম উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর), ফজরের নামাজের পর উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর মধ্যপাড়া জামে মসজিদে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের ইমাম মাওলানা শামীম আহমেদের অনুপস্থিতিতে হাসিম উদ্দিনের ছেলে হাফেজ মো. আজিজুল হক ফজরের নামাজ পড়ান। এ সময় একই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো. শাহজাহান নামাজে ইমামতির বিষয়টি মেনে না নিয়ে মসজিদের বারান্দায় একা নামাজ আদায় করেন। নামাজ শেষে অন্যান্য মুসল্লিরা শাহজাহানের একা নামাজ পড়ার কারণ জিজ্ঞাসা করলে বাকবিতণ্ডা শুরু হয়।

হাসিম উদ্দিন তার ছেলে আজিজুল হক ও শাহজাহানকে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায়ে শাহজাহান ক্ষিপ্ত হয়ে চাচা হাসিম উদ্দিনকে চড় থাপ্পড় মারেন, এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

আরো পড়ুন: নেচে-গেয়ে যুবককে পিটিয়ে হত্যা

এ ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা বিরাজ করতে থাকে। সেনাবাহিনীর পূর্বধলা ক্যাম্পের দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার মো. শহিদ উল্লাহ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App