×

সারাদেশ

জাহাজ থেকে উদ্ধার ৭ মরদেহেরই মাথায় গুরুতর আঘাত, আতঙ্কে মেঘনার নাবিকরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭ পিএম

জাহাজ থেকে উদ্ধার ৭ মরদেহেরই মাথায় গুরুতর আঘাত, আতঙ্কে মেঘনার নাবিকরা

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল-বাখেরা নামে পণ্যবাহী একটি জাহাজ থেকে পাঁচজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌপুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে জেলার হাইমচরে মেঘনা নদীর মাঝিরচর এলাকায় নোঙর করা ওই জাহাজের বিভিন্ন কেবিন থেকে প্রথমে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়।

আহতদের হাসপাতালে পাঠানোর পর তাদের মধ্যে দুইজন মারা গেছেন। এ নিয়ে মোট সাতজনের মৃত্যু হয়েছে । সাত মরদেহেরই মাথায় গুরুতর আঘাত রয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, চট্টগ্রামের কাফকো সার কারখানা থেকে সার বোঝাই করে এমভি আল বোখেরা চাঁদপুরের মেঘনা পাড়ি দিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাচ্ছিল।

চাঁদপুরে নৌপুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান ও কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক জানান, দুপুর আড়াইটায় জরুরি সেবা ৯৯৯ থেকে কল করে জানানো হয়, জলদস্যুদের হামলায় এমভি আল বাখেরা নামক কার্গো জাহাজের স্টাফরা নিহত হয়েছেন। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তারা। 

বেশ কয়েকজন নাবিক জানান, নৌপথে চলাচলকারী জাহাজগুলোর মধ্যে পরস্পর যোগাযোগের জন্য নিজস্ব নেটওয়ার্ক রয়েছে। মেঘনার চলাচলকারী আশপাশের অন্য জাহাজের নাবিকরা এমন ঘটনা শুনে তারা ছুটে যান। ঘটনার পর বিভিন্ন জাহাজের নাবিক ও স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, ছোট আকারের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের হত্যা করা হয়।

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, গুরুতর আহত একজনের শ্বাসনালীর অংশবিশেষ কেটে ফেলেছে হামলাকারীরা। তার অস্ত্রোপচার করা হচ্ছে। তবে অবস্থা আশঙ্কাজনক। তার নাম জুয়েল (২৮)। তবে কে বা কারা এই হত্যাকান্ডে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা তদন্ত করছে কোস্ট গার্ড ও পুলিশ।

চাঁদপুরে নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান তিনি জানান, এরইমধ্যে দুইটি মুঠোফোন জব্দ করা হয়েছে। এসব ফোনে থাকা কললিস্ট ধরে তদন্ত কাজ চলছে। এখন পর্যন্ত জাহাজ থেকে লুটপাটের কোনো আলামত পাওয়া যায়নি। তাছাড়া এমভি আল বোখেরা নামে এই কার্গো জাহাজের মালিকের খোঁজ পাওয়া গেলেও ঘটনার শিকার ব্যক্তিদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক জানান, ঘটনার পর থেকে নদীতে কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন জানান, যারাই এই ঘটনায় জড়িত তাদের খুঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নির্দেশ দেয়া হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

ওসমান হাদি গুলিবিদ্ধ ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে হানুক্কা উৎসবে গুলি, নিহত ১০

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App